জামিন নামঞ্জুর, অ্যাম্বুলেন্সে কারাগারে গেলেন বিএনপি নেতা আমান

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৭, রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ২৬ ভাদ্র ১৪৩০

দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এরপর অ্যাম্বুলেন্সে করে রোববার দুপুর ২টা ২৪ মিনিটে তাকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

এর আগে, উচ্চ আদালতের নির্দেশে ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

জেলকোড অনুযায়ী প্রথম শ্রেণির ডিভিশন দেওয়ার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সুচিকিৎসার আবেদন করা হয়। আমান সাবেক মন্ত্রী ও সাবেক ডাকসুর ভিপি ছিলেন উল্লেখ করে এ আবেদনগুলো করেন তার তার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

এর আগে গত ৩ সেপ্টেম্বর এ মামলায় আদালতে আত্মসমপর্ণের পর আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী বছরের ১৫ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।

এর আগে গত ৭ আগস্ট ২৮১ পৃষ্ঠার রায় প্রকাশ করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। রায়ে বলা হয়েছে, রায়ের অনুলিপি পৌঁছানোর ১৫ দিনের মধ্যে আমান দম্পতিকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করতে হবে।

উল্লেখ্য, ২০০৭ সালের ৬ মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। একই বছরের ২১ জুন বিশেষ জজ আদালতের রায়ে আমানকে ১৩ বছর এবং সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়। এরপর এ দম্পতি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট আপিল আবেদন মঞ্জুর করে তাদের খালাস দেন।

হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে মামলাটির পুনঃশুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। ১৪ মে পুনঃশুনানি শেষ হয়। ৩০ মে হাইকোর্ট এ রায় দেন। এরপর গত ৩০ মে এ মামলায় আমানের ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন হাইকোর্ট।

বিষয়ঃ বিএনপি

Share This Article


সংঘাত সৃষ্টির শঙ্কা ও বাজেট স্বল্পতায় সীমিত সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ!

প্রার্থী হওয়া নিয়ে দুই ভাই লতিফ-মুরাদ সিদ্দিকীর বিরোধ প্রকাশ্যে, আহত ৫

ফখরুলকে আর ঢাকায় ঢুকতে দেওয়া হবে না : মেয়র তাপস

ইউনুস ইস্যুতে 'অ্যামনেস্টি' কেন শ্রম আইনকে শ্রমিক অধিকার রক্ষার হাতিয়ার মনে করেনা?

বাংলাদেশের বিরুদ্ধে রেকর্ড বিভ্রান্তিমূলক প্রচারণা: ইইউ রিপোর্টার

‘তৃণমূল বিএনপি’: নতুন আতঙ্কে ‘আসল বিএনপি’

বিএনপির লাগাতার অবরোধ কর্মসূচী: নতুন শঙ্কায় ঢাকাবাসী

নতুন কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ

বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে রেজা কিবরিয়ার কটূক্তি : নিন্দার ঝড়

‘তারুণ্যের রোডমার্চ’ নামেও বিএনপির আগুন-সন্ত্রাস!

পুনরায় ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: কৌশল পরিবর্তন জামায়াতের!

দেশে কাদের বাকস্বাধীনতা নেই!