এখন গ্রামেই চিকিৎসা পাচ্ছে মানুষ: আমু

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। দেশবাসীর সচেতনতা ও সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় আসার পর কমিউনিটি ক্লিনিকের কাজ সম্পন্ন করার মধ্য দিয়ে বাংলার মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন। মানুষ এখন নিজগ্রামে চিকিৎসা নিতে পারছে। কমিউনিটি ক্লিনিকের জন্য প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়ে সম্মানিত করা হয়েছে।
শুক্রবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ডেঙ্গু প্রতিরোধ’ বিষয়ক জনসচেতনতামূলক সভায় এ কথা বলেন তিনি।
আমির হোসেন আমু বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। দেশবাসীর সচেতনতা ও সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।
ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, মানুষকে সচেতন করে শহর-গ্রাম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলেই ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধ করা সম্ভব হবে।