কারো কথায় নয়, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে : এম এ মান্নান

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশের যে দিকেই দৃষ্টিপাত করা যায় শুধুই উন্নয়নের চিত্র৷ দেশের মানুষ যা কল্পনাই করতে পারেনি তারও বাস্তবায়ন করছে আওয়ামী লীগ সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, কারো কথায় নয় দেশের সংবিধান অনুযায়ীই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানে বলা আছে পাঁচ বছর পরপর দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ পাঁচ বছর পর সরকারের কোনো বৈধতা থাকে না। তাই কীভাবে নির্বাচন পরিচালনা হবে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয় নয়। দেশে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন আছে। সুতরাং নির্বাচন নিয়ে কেউ বিভ্রান্তি তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে প্রতিহত করা হবে।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় দেশ এগিয়ে যাচ্ছে। দেশের যে দিকেই দৃষ্টিপাত করা যায় শুধুই উন্নয়নের চিত্র৷ দেশের মানুষ যা কল্পনাই করতে পারেনি তারও বাস্তবায়ন করছে আওয়ামী লীগ সরকার। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গনিগঞ্জ এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগকে গরীব দুঃখী মেহনতী মানুষের সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকাই হলো আওয়ামী লীগের রাজনীতি। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। দেশের সর্বত্রই আমরা নিরাপদ পানির ব্যবস্থা করেছি। ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে পানি পৌঁছে দেয়া হচ্ছে। শেখ হাসিনার সরকারের আরেকটা যুগান্তকারী কাজ হলো যারা ভূমিহীন গৃহহীন তাদের ঘর তৈরি করে দেয়া। পুরো দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। তাই সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার সাথেই থাকতে হবে।
তিনি বলেন, দেশের মানুষের মধ্যে কোন ভেদাভেদ রাখবেন না। সকল মানুষ আমরা সমান। মহান আল্লাহ পাক আমাদের সকলকে সমানভাবে সৃষ্টি করেছেন। তিনি কোন বৈষম্য রাখেননি। আপনাদের ধৈর্য্য ধরতে হবে। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের গোলামি থেকে মুক্ত করে এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। এখন তার মেয়ে আমাদের নেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সঙ্গে থাকতে হবে। ইনশাআল্লাহ সুনামগঞ্জে কতবড় মেডিকেল হচ্ছে, টেক্সটাইল হচ্ছে। আরেকটা কথা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ অচিরেই শুরু হবে।
সভায় পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, সার্কেল এসপি শুভাশিস ধর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী নেওয়াজসহ আরও অনেকে।