গাছ কাটা নিয়ে হত্যা, ভাই-বোনসহ ৭ জনের যাবজ্জীবন

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫০, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ২১ ভাদ্র ১৪৩০

পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে বাড়ির সীমানায় গাছ কাটা নিয়ে ২০১৬ সালের ২৩ নভেম্বর ভাই-বোনদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রিটন মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষক রিটন হত্যা মামলায় চার ভাই-বোনসহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ রায় ঘোষণা করেন। এ সময় মামলার ১ নম্বর আসামি নজরুল বাদে অন্য ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের মৃত মতিউর রহমানের চার ছেলে নজরুল (৪৫), খোকন (৪৭), সাত্তার (৪২), বকুল (৪৪) ও মেয়ে চম্পা আক্তার (৪২), নজরুল ইসলামের স্ত্রী রহিমা খাতুন (৩২) এবং একই ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের মকু মিয়ার ছেলে মো. সৈয়দ (৫৭)।

আদালতের এপিপি অ্যাডভোকেট দিলিপ কুমার ঘোষ জানান, পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে বাড়ির সীমানায় গাছ কাটা নিয়ে ২০১৬ সালের ২৩ নভেম্বর ভাই-বোনদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রিটন মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই দিন সাতজনের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা করেন নিহতের স্ত্রী সালমা আক্তার। ২০১৭ সালের ১৯ অক্টোবর মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান আদালতে চার্জশিট দাখিল করেন।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article