আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:১০, শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ১৮ ভাদ্র ১৪৩০

সন্ত্রাসীরা সিএনজি অটোরিকশা নিয়ে তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আত্মরক্ষায় তিনি দৌড়ে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়েন। সন্ত্রাসীরা সেখানে গিয়েও তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। 

বগুড়ার শাজাহানপুরে শাহজালাল তালুকদার পারভেজ (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা ও কলেজ শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাথাইল চাপড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল হাটখোলাপাড়ার সাবেক ইউপি সদস্য মনসুর রহমান তালুকদার মন্টুর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বগুড়া সদরের কৈচড় বিএম কলেজের প্রভাষক ছিলেন।

পুলিশ, স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি এলাকা থেকে মোটরসাইকেলে রানীরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা সিএনজি অটোরিকশা নিয়ে তাকে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আত্মরক্ষায় তিনি দৌড়ে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে পড়েন। সন্ত্রাসীরা সেখানে গিয়েও তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে পারভেজের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুরের আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই মাস্টার জানান, নিহত প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজ তার সংগঠনের সহ-সভাপতি ছিলেন। জমিজমা সংক্রান্ত ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে শুনেছেন। তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা ও জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শাহাজানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

Share This Article


বাংলাদেশ-জার্মানির মধ্যে দু’টি প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

দেশকে অস্থিতিশীল করতে বিএনপি অটল: কৃষিমন্ত্রী

৯ মাসের শিশু রিট করে ইতিহাস সৃষ্টি করেছে: হাইকোর্ট

দুর্যোগের ঝুঁকি হ্রাসে সরকারের পদক্ষেপ বাস্তবায়ন করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

প্রয়োজনে আরো ডিম আমদানি করা হবে: বাণিজ্য সচিব

সরকার মোবাইল ডেটার দাম নির্ধারণ করে দেবে: টেলিযোগাযোগমন্ত্রী

ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীকে ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

আদিলুরের সাজায় উদ্বেগ: বিচারিক আদালতের স্বাধীনতায় হস্তক্ষেপ!

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় কানাডা সিনেটের সালমা আতাউল্লাজান

খেলাধুলার মানোন্নয়নে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর