বাবাকে দাফন করে কর্মস্থলে ফেরার পথে বিজিবি সদস্যের মৃত্যু

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২৩, শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ১৭ ভাদ্র ১৪৩০

 বাবার দাফন শেষে শুক্রবার মামাতো ভাইয়ের সঙ্গে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওয়ানা হন। মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই দুর্ঘটনা তার পরিবারে একটি শোক কাটিয়ে না উঠতেই আরেক শোকে কাতর।

মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় শেখ কামরুল (৪৮) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের মামাতো ভাই আবুল হাসান (৩৭)।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় উপজেলার উমপাড়ায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল ফরিদপুরের সালতার সোনাতুন্দী এলাকার মৃত মান্নান শেখের ছেলে। তিনি বিজিবির খাগড়াছড়ি ব্যাটলিয়ানে কর্মরত ছিলেন।

নিহতের আত্মীয় মো. রাসেল হোসেন বলেন, কামরুলের বাবা মান্নান শেখ ২৯ আগস্ট মারা যান। বুধবার বাবার দাফন শেষে শুক্রবার মামাতো ভাইয়ের সঙ্গে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওয়ানা হন। মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই দুর্ঘটনা তার পরিবারে একটি শোক কাটিয়ে না উঠতেই আরেক শোকে কাতর।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন বলেন, এক্সপ্রেসওয়ের উপপাড়া ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কায় তার মৃত্যু হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. রাশেদুল বলেন, লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। 

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


নির্বাচনে বিদেশি পর্যবেক্ষণ কতটা জরুরি?

‘নির্বাচন পর্যবেক্ষণে কে এলো কে গেলো আমাদের দেখার বিষয় নয়’

নির্বাচন সুষ্ঠু হবে, মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়াকে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সামরিক-অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে চান বাইডেন!

আদিলুর–এলানের পক্ষে না দাঁড়াতে বিদেশিদের প্রতি ১৮১ বিশিষ্ট নাগরিকের আহ্বান

২০২৪ সালে হজে যেতে পারবেন কতজন, জানালো সরকার

নির্বাচন পর্যবেক্ষক ভুল পলিসি, অনেক দেশেই এটি নেই: পররাষ্ট্রমন্ত্রী

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে পাঁচ ক্ষেত্রে সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আরো ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই: পরিবেশমন্ত্রী

মহাসাগর নদী রক্ষায় বিবিএনজে'তে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর