শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৪, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৭ ভাদ্র ১৪৩০

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপক্ষের সাক্ষী ও শ্রম পরিদর্শক তরিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ শুরু করেন। মামলার অন্য তিন আসামি একই প্রতিষ্ঠানের আশরাফুল হাসান, নূর জাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। শুনানির সময় ড. ইউনূস আদালতে উপস্থিত ছিলেন না। তবে আদালতে তার পক্ষে ছিলেন তার আইনজীবী।

গত ৬ জুন শ্রম আদালত অধ্যাপক ইউনূসকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। একই দিন ইউনূসসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) এস এম আরিফুজ্জামান বাদী হয়ে ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৬ আগস্ট রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকমের কার্যালয় পরিদর্শন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা এবং শ্রম আইন লঙ্ঘনের অনেকগুলো বিষয় খুঁজে পান।

ওই বছরের ১৯ আগস্ট গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ৬৭ জন কর্মচারীকে স্থায়ী কর্মচারী করার কথা উল্লেখ করে। কিন্তু তা করা হয়নি বলে মামলার এজাহারে বলা হয়েছে।

এছাড়া কর্মচারীদের অংশগ্রহণ ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি এবং কোম্পানির লভ্যাংশের পাঁচ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা ছিল, তাও পরিশোধ করা হয়নি বলে উল্লেখ করা হয়। আগস্টের ৩১ তারিখ পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেছেন আদালত।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিএনপি নেতা এ্যানিসহ ৩ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ছে : আইনমন্ত্রী

গাছ কাটা নিয়ে হত্যা, ভাই-বোনসহ ৭ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় চাঁদের জামিন নামঞ্জুর

ড. ইউনূসের বিচার শুরু

ড. ইউনূসের বিরুদ্ধে লড়বেন খুরশীদ আলম

শামা ওবায়েদ-শিমুল বিশ্বাসসহ ৬০ জনের বিচার শুরু

ময়লার গাড়ি ভাঙচুর: ফখরুল-রিজভীসহ ৮ জনের বিচার শুরু

বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত না হলে খারাপ সময় আসবে : প্রধান বিচারপতি

চাঁদপুরে মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন

তারেকের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বিটিআরসি