কেন্দ্রীয় নির্দেশে অস্ত্র সংগ্রহ করেছেন ছাত্রদল নেতারা: ডিবি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩৫, রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ৫ ভাদ্র ১৪৩০

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে গ্রেফতার হওয়া ছাত্রদলের সেই ছয় নেতা অস্ত্র সংগ্রহ করছিলেন।

ঢাকার লালবাগের এক বাসায় অভিযান চালিয়ে শনিবার ওই ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, একটি পিস্তল ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতার ছয়জন হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম (৩১), সহসভাপতি মো. হাসানুর রহমান হাসান (৩২), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদ (২৯), কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২) এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০)।

রোববার বেলা ১১টায় ঢাকায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা নুরুন্নবী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাবনা ও কক্সবাজার থেকে অস্ত্র আনার কথা ‘স্বীকার করেছেন’।

গোয়েন্দা কর্মকর্তা নুরুন্নবী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাইকমান্ড এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাইকমান্ডের নির্দেশে, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা রাজপথে বিএনপির শক্তি বৃদ্ধি করতে চাইছে। এ জন্য অবৈধ আগ্নেয়াস্ত্রের মহড়া প্রদর্শনের করে জনমনে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল তারা।

তিনি বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশে এই সামনের নির্বাচনে নাশকতার জন্য অস্ত্রগুলো সংগ্রহ করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা জানিয়েছেন। কোন কোন নেতার নির্দেশে তারা অস্ত্রগুলো সংগ্রহ করেছে, তাদের নাম জানার জন্য গ্রেফতার ছয়জনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও জানান তিনি।

বিষয়ঃ অভিযান

Share This Article


নির্বাচনের আগে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ইলিশ

জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান

ডিএমপির নতুন কমিশনার হাবিবুর রহমান

ঢাকার বায়ু আজ সহনীয়, দূষণের শীর্ষে লাহোর

বৃষ্টি থাকতে পারে আরও ৩ দিন

বাংলাদেশ কখনো ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি : প্রধানমন্ত্রী

পাকিস্তান ভিক্ষা করছে, ভারত চাঁদে যাচ্ছে: নওয়াজ শরিফ

বাংলাদেশ-জার্মানির মধ্যে দু’টি প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

শেখ হাসিনার সঙ্গে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

ইনশাআল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবো : মোমেন