আবারো মাঠে এক-এগারোর কুশীলবরা !

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫৪, বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১৩ শ্রাবণ ১৪২৯

সম্প্রতি সিপিডির কার্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন এক-এগারোর অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, জ্বালানি উপদেষ্টা ম তামিম, বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং ওই সময় জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

 

ওই আলোচনা সভায় সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সরকারের কঠিন সমালোচনা করেন। সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। হোসেন জিল্লুর রহমান সরকারের অর্থনৈতিক নীতির তীব্র সমালোচনা করে বলেন, ত্রিভুজ অর্থনীতির কারণে দেশ সংকটে পড়েছে।

সাবেক উপদেষ্টা ম তামিম বর্তমান সরকারের জ্বালানি নীতির কঠোর সমালোচনা করেন। গ্যাস উত্তোলনের রাজনৈতিক সাহস সরকারের নেই বলে মন্তব্য করেন তিনি। সরকারের সমালোচনা করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য্যও। মেগা প্রকল্পে ঋণ শোধের সময় ২৩-২৪ সালে বাংলাদেশ বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক সমালোচকরা বলছেন, তারা সবাই এক-এগারোর অন্যতম কুশিলব ছিলেন। তারা সম্মিলিতভাবে সরকারের সমালোচনা করছেন এবং এই সমালোচনার উদ্দেশ্য কি তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকরা বলছেন, তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকাকালিন সময়ে তারা সবাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মির্জা আজিজুল অর্থ উপদেষ্টা থাকাকালে বাংলাদেশের সবচেয়ে বড় মুদ্রাস্ফীতির ঘটনা ঘটেছিল।

এছাড়া হোসেন জিল্লুর রহমান যখন বাণিজ্য উপদেষ্টা ছিলেন তখন বাংলাদেশে সবচেয়ে বড় খাদ্য সঙ্কটের মুখে পড়েছিল। এমনকি বিদেশ থেকে খাদ্য আমদানির সক্ষমতা হারিয়ে ফেলেছিল। ম তামিম দুই বছর জ্বালানি উপদেষ্টা ছিলেন তখন দেশের বিদ্যুৎ সংকট ছিল ভয়াবহ। পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত থাকতো।  

এছাড়া ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য ২৩-২৪ সালে বাংলাদেশ সংকটে পড়তে যাচ্ছে বলে যে আশঙ্কা করেছেন তা মোটেও ঠিক নয় বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা, তারা বলছেন ঋণ নয়, করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ  জ্বালানি সঙ্কট, মুদ্রামানের পতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানান কারণে গোটা বিশ্বকে বিপদে ফেলবে। এর নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়বে এটাই স্বাভাবিক বলে মনে করেন তারা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী বছরের শেষে অথবা ২৪ সালের জানুয়ারিতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আগ দিয়ে সরকারকে ঘায়েল করার কৌশলেই এক-এগারোর সুশীলরা মাঠে নেমেছেন তবে অতীতের মতো তারা এবারও ব্যর্থ হবেন।

Share This Article


ফের বিএনপি জামায়াত সম্পর্ক: উদ্বিগ্ন বিদেশি কূটনীতিকরা

বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ হলে বাড়বে গোপন তৎপরতা, মত শিক্ষাবিদদের

প্রসঙ্গ বুয়েট: ছাত্র রাজনীতি বন্ধের প্রচেষ্টা দেশের জন্য স্থায়ী অকল্যাণ বয়ে আনবে

বেগম জিয়ার ঘনঘন ‘ফিরোজা টু এভার কেয়ার’ রহস্য উন্মোচন!

যে কারণে অপসারণের আগেই গ্রামীণ ব্যাংক ছাড়তে চেয়েছিলেন ড. ইউনূস

মঈনুদ্দিন-ফখরুদ্দিন নয়, 'মাইনাস টু ফর্মুলা’র জনক ছিলেন ইউনূস!

ড. ইউনূসের পক্ষে আইনকানুন ও যুক্তির ব্যবহার নেই, আছে আবেগের বাড়াবাড়ি

আর রাখঢাক নয়: ফের প্ৰকাশ্য হচ্ছে বিএনপি-জামায়াত সম্পর্ক!

ঈদকে সামনে রেখে আগত মৌসুমী ভিক্ষুকদের সাথে রিজভীর সাক্ষাৎ!

শামীম ইস্কান্দারের প্রশ্ন : খালেদা জিয়ার স্বার্থেই কি বিএনপি নির্বাচনে যেতে পারতোনা?

আল্লাহ কার কথা শুনবেন: ইউনুসের নাকি নির্যাতিত ঋণ গ্রহীতাদের?

নোবেল কমিটি জানতো ইউনূসকে, জানতোনা ক্ষুদ্র ঋণের আদ্যোপান্ত !