নতুন আঙ্গিকে তিতুমীরের ওয়েবসাইট

কলেজের ওয়েবসাইটে তথ্য হালনাগাদ না হওয়ায় অভিযোগ ছিল দীর্ঘদিনের। এরই ফলশ্রুতিতে নতুন আঙ্গিকে সেজেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ওয়েবসাইট।
রোববার (৬ আগস্ট) কলেজের ওয়েবসাইট ঘুরে দেখা যায় ওয়েবসাইটের নতুন তথ্য হালনাগাদ হয়েছে। এছাড়াও কলেজের ওয়েবসাইটটি নতুনভাবে আপডেট করা হয়েছে।
এর আগে, শিক্ষার্থীদের অভিযোগ ছিল কলেজের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য মিলছে না। অনেক আগে কিছু তথ্য আপলোড করা হলেও সময়ের ব্যবধানে সেগুলো পরবর্তীতে আপডেট করা হয়নি।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম বলেন,অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের পর তিতুমীর কলেজের ওয়েবসাইট আপডেট না থাকার বিষয়টি নজরে আসে। এ বিষয়ে ওয়েবসাইটে দ্বায়িত্বরতদের সঙ্গে কথা হয়। আগের থেকে বেশ কিছু পরিবর্তনও আনা হয়েছে। সাইটটি যে ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানির আওতায় ছিল তাদের বাদ দিয়ে অন্য কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি।
তিনি বলেন, অনেক শিক্ষার্থী ওয়েবসাইটে সেশন ফি জমা না দিতে পারার অভিযোগ এসেছে। সেটারও সমাধান করার চেষ্টা করেছি। এখন শিক্ষার্থীরা ঠিক মত ফি জমা দিতে পারছেন।