হৃদরোগ ইনস্টিটিউটে বিনামূল্যে দেওয়া হবে পেসমেকার, ভাল্ব

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১৫, বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১২ শ্রাবণ ১৪৩০

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গরীব ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য সাড়ে সাত কোটি টাকা অনুদান দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। 

এই অর্থ দিয়ে প্রায় ১ হাজার রোগীকে হৃদরোগের চিকিৎসায় বিনামূল্যে পেসমেকার, ভাল্ব দেওয়া হবে। গত ১২ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়।

বুধবার (২৬ জুলাই) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল সেই চিঠি গ্রহণ করেছে বলে পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন জানান।

চিঠিতে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত গরীব ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য ১৫০টি ভাল্ব, ২০০টি অক্সিজেনেটর, ৩০০টি স্টেন্ট, ৩০টি ভাসকুলার স্টেন্ট, ১২০টি পেসমেকার, ৩০টি পিডিএ ডিভাইস, ৩০টি এএসডি ডিভাইস এবং ১০টি ভিএসডি ডিভাইস কেনা হবে। এজন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৭ কোটি ৬৫ লাখ ৩০ হাজার টাকার বরাদ্দ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুদানের এই চেক গ্রহণ করার জন্য চিঠিতে বলা হয়েছে। এছাড়া পিপিআর-২০০৮ অনুযায়ী ক্রয়সংক্রান্ত প্রচলিত বিধিবিধান অনুসরণ করে ক্রয় প্রক্রিয়া শেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করতে বলা হয়েছে চিঠিতে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article