দারাজকে ৪০ হাজার টাকা জরিমানা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১৩, বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১২ শ্রাবণ ১৪২৯

নষ্ট ও ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় দারাজ বাংলাদেশ লিমিটেডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে শুনানি শেষে জরিমানা দেওয়ার আদেশ দেন হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

 

আদেশ প্রদানকালে অভিযোগকারী তারেক হাবিব ও দারাজ বাংলাদেশ লিমিটেড হবিগঞ্জের হাব ইনচার্জ মাহবুব আলম উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, গত ১৭ জুন তারেক হাবিব নামে এক ব্যক্তি হবিগঞ্জ দারাজ বাংলাদেশ লিমিটেড থেকে একটি ক্যামেরা অর্ডার করেন। ২১ জুলাই তিনি পণ্যটি গ্রহণ করেন। কিন্তু দারাজ বাংলাদেশ লিমিটেড থেকে একটি নষ্ট ও ত্রুটিপূর্ণ ক্যামেরা সরবরাহ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দেন তারেক হাবিব।

তিনি আরও জানান, উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানের হবিগঞ্জের ইনচার্জ মাহবুব আলম দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দারাজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী ৫ কার্য দিবসের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

Share This Article