আলোকিত পদ্মা সেতু: একযোগে জ্বলল ৪১৫ বাতি!
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৫:০০, বুধবার, ১৫ জুন, ২০২২, ১ আষাঢ় ১৪২৯

ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক: এবার আলোকিত হলো পুরো পদ্মা সেতু। একযোগে ৪১৫টি বাতির ঝিলিক পুরো সেতুকে করেছে আলোকিত। এলইডি বাতির আলোতে ১৪ জুন সন্ধ্যায় দিনের আলোর মতো পরিষ্কার হয় পুরো সেতু।
বিকেল ৫টা ৩৪ মিনিটে মাওয়া প্রান্তের ২০৫টি ও এর ২০ মিনিট পর জাজিরা প্রান্তের ২১০টি বাতিতে আলো প্রজ্বলিত হয়। সেতুর দুই লেনেই প্রমবারের মতো জ্বলে ওঠে এই এলইডি বাতি। বাতি জ্বলেছে সারা রাত।
প্রথমবারের মতো একযোগে সেতুতে বাতি জ্বলে উঠায় উচ্ছ্বাসে মেতে ওঠেন পদ্মাপাড়ের মানুষরা। ল্যাম্পপোস্ট ও বাতিগুলো ২০০ কিলোমিটার বেগের ঝড়ো বাতাস সহ্য করেও দাঁড়িয়ে থাকতে পারবে।
উল্লেখ্য, মেঘলা আকাশ বা ঘন কুয়াশায় আলোর স্বল্পতা দেখা দিলে বাতিগুলো নিজে থেকেই জ্বলে উঠবে।
বিষয়ঃ
উন্নয়ন