ক্যাটরিনা-ভিকিকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০১:৫১, সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১০ শ্রাবণ ১৪২৯

বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে কোন এক অজ্ঞাত ব্যক্তি প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। আর তাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্যাট ও ভিকি।
এরইমধ্যে মুম্বাই পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন তারকা দম্পতি। সান্তাক্রুজ থানা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে সেই অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি মালদ্বীপ থেকে দেশে ফিরছেন ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ। স্ত্রী ক্যাটের জন্মদিন পালন করতে দেশের বাইরে যান এই যুগল। সঙ্গে ছিলেন তাদের বন্ধু বান্ধব ও পরিবার। এবার দেশে ফিরতে না ফিরতে বিপত্তি।
সূত্র মারফত জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় লাইফ হুমকি পাচ্ছিলেন। মুম্বাইয়ের সান্তাক্রজ থানায় ঐ ব্যক্তি নামের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।
বিষয়ঃ
তারকা