ট্রায়ালে আশাব্যঞ্জক ফল, এবার চিকুনগুনিয়ার টিকা পেতে যাচ্ছে বিশ্ব

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৫৪, বুধবার, ১৪ জুন, ২০২৩, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩০

চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ। এডিস মশার মাধ্যমে ছড়ায় এটি। এখনও পর্যন্ত এই রোগের কোনও চিকিৎসা বা টিকা নেই। মূলত আক্রান্ত হলে রোগীর উপসর্গগুলো প্রশমন করার চেষ্টা করা হয়। তবে, এবার এল সুসংবাদ। এই ভাইরাস মোকাবিলায় টিকা উদ্ভাবনের চেষ্টা করছিল ফরাসি-অস্ট্রিয়ান ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভ্যালনেভা। সেই টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে আশাব্যঞ্জক ফল পেয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপর এই পরীক্ষা চালানো হয়েছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন, আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
এই ভাইরাসের আক্রমণের কারণে জ্বর হয় এবং কখনও কখনও অস্থিসন্ধিতে ব্যথা হয়, যদিও এটি খুব কমই মারাত্মক।

ভ্যালনেভা জানিয়েছে, তাদের উদ্ভাবিত টিকার নাম ভিএলএ১৫৫৩। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুমোদনের জন্য আবেদন করার পর স্বাস্থ্য কর্তৃপক্ষ এটি পর্যালোচনা করবে।

দ্য ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২৬৬ জনের একটি উপ-দলের ওপর টিকার পরীক্ষা চালানো হয়েছে। তাতে দেখা গেছে, ২৬৩ জনের শরীর অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে, যা চিকুনগুনিয়া ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে।

টিকার বিস্তৃত ট্রায়ালে অংশ নিয়েছিলেন চার হাজার ১০০ জন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি। এক ডোজের টিকাটিকে ওই সময় ‘সাধারণ নিরাপদ’ হিসেবে গণ্য করা হয়েছিল। অন্যান্য ভ্যাকসিনের মতো এরও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ট্রায়ালে।

গবেষণায় বলা হয়েছে, ট্রায়ালের সাথে যুক্ত গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হয়েছেন মাত্র দু’জন। তবে তারা দু’জনই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

ভ্যালনেভার ক্লিনিকাল কৌশল ব্যবস্থাপক এবং গবেষণার প্রধান লেখক মার্টিনা স্নাইডার, ট্রায়ালের এই ফলাফলকে ‘প্রতিশ্রুতিশীল’ বলে অভিহিত করেছেন।

Share This Article


রাশিয়া, চীন, ইরান ও তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

অক্টোবরে চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

পবিত্র কোরআন হাতে নিয়ে জাতিসংঘ অধিবেশনে যে বক্তব্য দিলেন ইরানের প্রেসিডেন্ট

কারাবাখে আজারবাইজানের সন্ত্রাসবিরোধী অভিযানকে সমর্থন এরদোগানের

নাগোরনো-কারাবাখে আজারবাইজানের অভিযান, নিহত ২৫

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

পাকিস্তান ভিক্ষা করছে, ভারত চাঁদে যাচ্ছে: নওয়াজ শরিফ

কৃষ্ণসাগর বন্দর ছাড়লো ইউক্রেনের শস্যবাহী জাহাজ

কানাডীয় কূটনীতিককে ভারত ছাড়ার নির্দেশ

কানাডায় শিখ নেতা হত্যায় ভারতকে দুষলেন ট্রুডো

তেলাপিয়া খেয়ে চার হাত-পা হারালেন নারী

বয়স নিয়ে উদ্বেগ মানসিক সক্ষমতার পরীক্ষায় রাজি ট্রাম্প