বিসিসি নির্বাচন

ভোটের মাঠে মুরিদ ছাড়া কাউকেই পাশে পাচ্ছেননা চরমোনাই পীর!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:২৯, শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
  • পীর পরিবারের বিরুদ্ধে বিতর্কিত সংবাদ চাউর হওয়ায় মুখ ফিরিয়ে নিচ্ছেন ভোটাররা।
  • বিএনপি তার কথা রাখেনি এবং আওয়ামী লীগের দলীয় সমস্যা সমাধান হওয়ায় নির্বাচনে ভোটের হিসাব বদলে যাচ্ছে।
  • ‘ছারছিনার পীর মাওলানা শাহ মোহাম্মদহ মোহেব্বুল্লাহ খোকন সেরনিয়াবাতকে সমর্থন দেওয়ায় চরমোনাই'র সম্ভাব্য ভোটাররা হাত ছাড়া হচ্ছেন।

আর মাত্র একদিন বাকি।কে হচ্ছেন সবুজ ঘেরা নদী বেষ্টিত বরিশালের নগর পিতা ।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় মুখরিত গোটা নগর এলাকা। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন নৌকা, হাত পাখাসহ ৪ মেয়র প্রার্থী ও তাদের সমর্থকরা। ভোটের হিসাবে প্রার্থীরা নির্বাচনে জয়ের আশা দেখলেও হতাশ হয়ে পড়েছেন ইসলামী আন্দোলনের নেতা চরমোনাই পীর। শেষ সময় ভোটের মাঠে মুরিদ ছাড়া কাউকেই পাশে পাচ্ছেন না তিনি।

সূত্র জানায়, নির্বাচনের শুরুর দিকে অনেকেই চরমোনাই পীরের পিছনে থাকলেও শেষ সময়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বরিশাল মহানগর বিএনপি নেতারা আওয়ামী লীগকে ঠেকাতে ‘চরমোনাই’র পক্ষে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই সময় নগরীর বিভিন্ন ওয়ার্ডে হাতপাখার পক্ষে ভোট চান মহানগর ছাত্রদল সভাপতি মো. রেজাউল করিম রনি ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। এছাড়া সাদিক সেরনিয়াবাত মনোনয়ন না পাওয়ায় আওয়ামী লীগের একাংশের ভোট চরমোনাই পীর পাবেন বলে আশা করছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে ইসলামী আন্দোলনের নির্বাচনী সমন্বয় কমিটির একজন সদস্য জানান, নির্বাচনী সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পীর পরিবারের বিরুদ্ধে বিতর্কিত সংবাদ চাউর হওয়ায় মুখ ফিরিয়ে নিচ্ছেন ভোটাররা। এছাড়া বিএনপি তার কথা রাখেনি এবং আওয়ামী লীগের দলীয় সমস্যা সমাধান হওয়ায় নির্বাচনে ভোটের হিসাব বদলে যাচ্ছে। অন্যদিকে, ‘ছারছিনার পীর মাওলানা শাহ মোহাম্মদহ মোহেব্বুল্লাহ খোকন সেরনিয়াবাতকে সমর্থন দেওয়ায় চরমোনাই'র সম্ভাব্য ভোটাররা হাত ছাড়া হচ্ছেন। ফলে নির্বাচনের তারিখ ঘনিয়ে আসলেও শেষ দিকে  মুরিদ ছাড়া কাউকেই পাশে পাচ্ছেন না বলে হতাশা প্রকাশ করেন চরমোনাই পির ফয়জুল করিম।

ভোটের সময় ঘনিয়ে আসায় চূড়ান্ত হিসেব নিকেশ করছেন ভোটাররাও।নগরীর ভোটাররা বলছেন, চরমোনাই পীরকে কখনোই মানুষের বিপদে পাশে দাঁড়াতে দেখা যায়নি।কিন্তু ভোটের সময় এসে মানুষের হাত পা ধরছেন ভোটের জন্য,এমনকি একদিকে জান্নাতের লোভ এবং অন্যদিকে ভোটারদের পকেটে টাকা দিয়ে অনৈতিক পন্থায় ভোট কেনার চেষ্টা করছেন। মানুষের উপকার বা উন্নয়নের অভ্যাস তাদের গড়ে ওঠেনি। ফলে বরিশালের উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই ভোট দেব। যারা সেবা নিতে অভ্যস্ত, সেবা দিতে নয়, তারা কি করে মানুষের সেবা করবে- এমন প্রশ্নও জেগেছে ভোটারদের মনে। ফলে ভোটের ময়দানে প্রার্থীদের প্রতিযোগিতার দৌড়ে অনেক পিছিয়ে পড়েছেন পীর ফয়জুল করিম।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


যেভাবেই হোক স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাস করবো: স্বাস্থ্যমন্ত্রী

সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিলো সরকার

যে কারণে জাহাজে করে দেশে ফিরতে চান না ২ নাবিক

ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন খালেদা জিয়া: শেখ হাসিনা

কেউ মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আগামী সপ্তাহে থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৯৬ হাজার শিক্ষক নিয়োগ: আবেদন যেভাবে

গরম নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

‘৮ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল’

গরমে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর