চরমোনাই পীরের ভণ্ডামি ফাঁস করলেন ইসলামী বক্তা!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৪, বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

পীর হয়ে নিজেকে  নবী’রসমতুল্য মনে করা বোকামি।আসলে একজন আলেম যখনখ্যাতির জন্য ভন্ডামির পথঅবলম্বন করেন তিনি আর মুসলিম থাকেন না।ধর্মকে বিকৃত করে মানুষের কাছেউপস্থাপন করে জালিয়াতির পথবেছে নেয়া এমন নামধারী পীরকে সকলের পরিত্যাগ করা উচিত।

বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ড ও ধর্মের অপব্যাখ্যাদিয়ে প্রায় সময়ই আলোচিত-সমালোচিতহন চরমোনাইর পীর হিসেবে দাবিকরা দুই ভাই সৈয়দরেজাউল করিম ও মুফতিফয়জুল করিম। দীর্ঘদিন ধরেই ইসলামের অপব্যাখ্যাদিয়ে ধর্মপ্রাণ সহজ-সরল মানুষেরসঙ্গে প্রতারণা করে আসছে দুইভাই।তবে শুধু তারাই নয়, ইসলাম ধর্মকে পুঁজি করে  পারিবারিকভাবে তাদের পীর ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে কথিত এই দুই পীরের দাদা  সৈয়দ ইসহাক কয়েকটি বই লিখেন যেগুলো নিয়ে  আলেম সমাজের মাঝে যথেষ্ট বিতর্ক আছে । বইগুলোতে সহজ সরল মুসলমানদের ঈমান নষ্ট করার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ আছে।  এমনকি বইগুলো নিষিদ্ধের দাবিও করেন হক্কানী আলেমগণ।

এমনএকটি বই 'ভেদে মারেফত'; বইটির দ্বিতীয় খন্ড'র  ১৫ তম পৃষ্ঠায়বলা হয় - পীরের হুকুমেমৃত ব্যক্তিকে জীবিত করবে,  পৃষ্ঠা – ৬০ এ বলা হয়,  আখেরাতেপীরগণ মুরিদের জন্য সুপারিশ করবে- যা কুরআনে বর্ণিত সত্যের বিপরীত,কেননা হাশরের মাঠে প্রিয় নবীহজরত মুহম্মদ স: ব্যতীত কেউসুপারিশ করার ক্ষমতাপ্রাপ্ত হবেননা।

চরমোনাইপীরের লেখা কয়েকটি বইথেকে পীরের ভন্ডামির দলিল সহ তুলেধরেন এক তরুণ ইসলামীবক্তা, যা  ইতিমধ্যেভাইরাল হয়েছে। বইয়ের অসংঙ্গতিপূর্ণ বিভিন্ন পৃষ্ঠায় লেখা কথাগুলোও তুলেধরেন এই বক্তা।  ‘আল্লামা ইসহাক রহমাতুল্লাহ’র লিখা বইআশেক- মাশুক পৃষ্ঠা - ৮৮-৯০ এ 'মারেফতের পীর ও ওলীদেরমর্যাদা নবীদের চেয়েও বেশী' বলা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা কথা। 

এছাড়াও আখেরাতে পীরগণ মুরিদের জন্য সুপারিশ করবে;ভেদে মারেফত পৃষ্ঠা - ৬০,

পীরেরহুকুমে মৃত ব্যক্তিকে জীবিতকরে; ভেদে মারেফত পৃষ্ঠা – ১৫, 

আল্লাহরআন্দাজ নাই; ভেদে মারেফতপৃষ্ঠা – ১৫,

আমিআল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রুহনিয়ে আসিয়াছি; ভেদে মারেফত-পৃষ্ঠা-১৫,

পীরকাফন চোরকে হাত ধরিয়া পুলসিরাতপার করিয়া দিবেন; ভেদে মারেফত পৃস্টা - ২৭-২৮, 

মৃত্যুরসময় পীর স্বীয় মুরীদকেশয়তান থেকে বাঁচাতে পারেন;  ভেদেমারেফত পৃষ্ঠা-৩১।

পীরকেয়ামতের দিন সকল মুরীদেরগুনাহ মাফ করিয়ে দিবেন; ভেদে মারেফত পৃষ্ঠা – ৩৪,

পীরগণকেয়ামতের দিবসে মুরীদগণকে সাহায্য করবে; ভেদে মারেফত পৃষ্ঠা-২৫-২৬ 

ও  আশেকমাশুক পৃষ্ঠা-৬৬-৮১,

পীরেরকাছে মুরীদ হওয়া ফরজ; মাওয়ায়েজে এহছাকিয়াপৃষ্ঠা – ৫৫,

পীরেরকাছে মুরীদ হওয়া ফরজ; মাওয়ায়েজে এহছাকিয়াপৃষ্ঠা – ৫৫,

যারদুই পীর আছে তাকেদুই পীরে দুই ডানাধরে জান্নাতে নিবে; মাওয়ায়েজে এহছাকিয়া পৃষ্ঠা-৫৫-৫৬,

পরকালেপীর ও ওলীদের ক্ষমতারসীমা থাকিবে না; আশেক মাশুকপৃষ্ঠা - ৮১ 

এবং

শরীয়তবহির্ভুত হলেও পীরের হুকুমমানা মুরীদের জন্য ফরজ; আশেকমাশুক বা এস্কে এলাহীপৃষ্ঠা – ৩৫।

এদিকে  জান্নাতেযেতে ১২৬ তরীকাও দিয়েছেনচরমোনাই পীর।  এইতরীকা কোথায় পেয়েছেন চরমোনাইয়ের পীর প্রশ্ন তোলেনওই বক্তা।  তিনিবলেন, আল্লাহ নবী (সাঃ)  দিয়ে বলে দিয়েছে,"নিশ্চই আল্লাহ আমার রব তোমাদেরওরব, অতএব তোমরা রবেরএবাদত করো, এটিই সরলও সঠিক পথ সিরাতেমুস্তাকিম "( সুরা : আল-ইমরান - ৫১/ মারইরাম - ৫১/ যুখরুফ - ৬৪ ) 

এক তরিকা বা শুধুমাত্র শরিয়তেরব্যপারে মহান আল্লাহ সূরাআল-জাসিয়া বলেন, এরপর আমি আপনাকেরেখেছি ধর্মের এক বিশেষ শরীয়তেরউপর। অতএব, আপনি এর অনুসরণকরুন এবং অজ্ঞানদের খেয়াল-খুশীর অনুসরণ করবেন না।

এছাড়া পীরেরবই ভেদে মারেফতের ৯৪পৃষ্ঠায় তিনি তার রচিত২৬টি বই পড়ে আমলকরলে জান্নাতে যাওয়া যাবে বলেও উল্লেখকরেছেন। কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতেপারে না কে জান্নাতে যাবে ,কে যাবে না। চরমোনাইয়েরপীর ধর্মকে ব্যবহার করে এমন অপব্যাখ্যায়ক্ষুদ্ধ সাধারণ মানুষ।

আলেম-ওলামারা বলছেন, পীর হয়ে নিজেকে  নবী’রসমতুল্য মনে করা বোকামি।আসলে একজন আলেম যখনখ্যাতির জন্য ভন্ডামির পথঅবলম্বন করেন তিনি আর মুসলিম থাকেন না।ধর্মকে বিকৃত করে মানুষের কাছেউপস্থাপন করে জালিয়াতির পথবেছে নেয়া এমন নামধারী পীরকে সকলের পরিত্যাগ করা উচিত বলেনও জানান তারা।

Share This Article


বিশ্ববাজারে সোনার দাম কমেছে

সয়াবিন তেলের দাম নির্ধারণ করে দিলো সরকার

বিএনপি নেতা হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত

কেউ মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ব্যাংকে আমানত বেড়েছে ১০ দশমিক ৪৩ শতাংশ

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জিডিপি কমার পূর্বাভাসে চিন্তার কিছু নেই: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল

মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল

লেবাননে তিন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

দেশজুড়ে বইছে তাপপ্রবাহ, গরম আরও বাড়ার আভাস