এটিএমে চুরি করতে ঢুকে বিপত্তি! চোরের ভুলে পুড়ে ছাই চার লাখ টাকা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:০৫, বুধবার, ১৫ জুন, ২০২২, ১ আষাঢ় ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো

এটিএম থেকে টাকা চুরি করতে এসেছিল চোর। কিন্তু সে গুড়ে বালি। টাকা তো পাওয়া গেলই না, উল্টো পুড়ে গেল এটিএম মেশিনে থাকা সব টাকা। এমনই ঘটনা ঘটল ভারতের পুণের একটি এটিএমে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রায় চার লাখ টাকা পুড়ে গেছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে এটিএমের বেশ কিছু অংশ। এই ঘটনায় আপাতত একজনকে আটক করা হয়েছে।

 

ঘটনাটি ঘটে সোমবার ভোররাতে। কুডালওয়াড়ি এলাকার চিখালি রোডের এইচডিএফসি ব্যাংকের এটিএমে হঠাৎ আগুন ধরে যায়। সেই দেখে ভয় পেয়ে পুলিশে খবর দেন অমল শিন্ডে নামে এক স্থানীয় ব্যক্তি। তারপরেই এলাকায় আসে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে আসে কয়েকটি তথ্য।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এইচডিএফসি ব্যাংকের একটি এটিএমে চুরি করতে ঢুকেছিল এক চোর। সেখানে ঢুকে প্রথমেই সিসিটিভি ক্যামেরায় কালো রং ছড়িয়ে অকেজো করে দেয় সে। তারপরে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কাটার চেষ্টা করে। তখনই বিপত্তি ঘটে। গ্যাস কাটার থেকে আগুন ধরে যায় এটিএম মেশিনে। সেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। তাতেই ক্ষতিগ্রস্ত হয় এটিএম মেশিন। সেই সঙ্গে পুড়ে যায় কিছু ফার্নিচার এবং দু’টি সিসিটিভি ক্যামেরা। ঘটনার সময়ে তিন লক্ষ আটানব্বই হাজার টাকা ছিল ওই এটিএম মেশিনে।

স্থানীয় এক ব্যক্তি এই ঘটনা দেখে পুলিশে খবর দেন। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। জানা গিয়েছে, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।

সূত্র: সংবাদ প্রতিদিন

বিষয়ঃ ভারত

Share This Article

যে তিন কারণে বরিশালের ভোটের মাঠে খোকন সেরনিয়াবাতকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

নগর ভবন সবার জন্য উম্মুক্ত থাকবে: খোকন সেরনিয়াবাত

শেখ হাসিনা গড়বেন স্মার্ট বাংলাদেশ, তিলোত্তমা নগরী গড়বেন খোকন সেরনিয়াবাত !

দুবাইর বিমানে দেশ ছাড়ছেন জাহাঙ্গীর!

সাদিক আব্দুল্লাহ'র আস্থাভাজন সাজ্জাদ সেরনিয়াবাতের চাঁদাবাজি

ভিন্ন চিত্র বিসিসি নির্বাচনে: বিএনপি ভোটারদের ভোটও পাবেন খোকন সেরনিয়াবাত!

‘স্মার্ট’ বরিশাল নগরী গড়ে তোলা হবে : খোকন সেরেনিয়াবাদ পত্নী

ব্যর্থ বিএনপির সকল প্রচেষ্টা,এলোনা স্যাংশন

ভিন্ন দেশ ও জাতি-গোষ্ঠীর মাঝে আলোড়ন তুলেছে ৭ই মার্চের ভাষণ!

নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম : মার্কিন ভিসা নীতিতে উৎফুল্ল আওয়ামী লীগ,দুশ্চিন্তায় বিএনপি!