টাইগার স্কোয়াডে ৫ পেসার, কারণ কী?

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১০, মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০

প্রচন্ড গরমে পুরোপুরি বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। তাপমাত্রা ৩৪-৩৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশে নেই বৃষ্টির ছিটেফোঁটা। এমন আবহাওয়ায় আফগানিস্তান সিরিজকে সামনে রেখে অনুশীলন করছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, তাইজুল ইসলামরা। শনিবার রাতে ঢাকায় আসেন চন্ডিকা হাতুরাসিংহে। রবিবার সকালে হাজির হন মিরপুর স্টেডিয়ামে। টিম ম্যানেজার নাফিস ইকবাল ও পিচ কিউরেটর গামিনি ডি সিলভাকে নিয়ে উইকেট ঘুরে দেখে বেশ কিছু নির্দেশনা দেন। এরপর মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। তাতে সুযোগ পান ৫ পেসার এবং দু'জন স্পেশালিস্ট স্পিনার।

 

ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট একাদশে সাধারণত দুই পেসার রাখা হয়। অনেক সময় তো এক পেসার দিয়েই কাজ চালিয়ে নেওয়া হয়। সেখানে পাঁচ পেসারের অন্তর্ভুক্তি অবাক হওয়ার মতোই। দলে এত পেসার রাখার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সোমবার প্রধান নির্বাচক জানালেন, ‘প্রচণ্ড গরমে পেসারদের খেলতে হবে। অনুশীলন করতে হবে। টেস্ট শুরু হতে এখনো অনেক দেরি। এর আগে কারো কোনো সমস্যা হলে যেন ব্যাকআপ প্রস্তুত রাখা যায় সেজন্য পেসারদের তালিকাটা বড় করা হয়েছে।’ 
২০১৯ সালে সবশেষ এই দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল। সেখানে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল রশিদ খানের দল। তবে তখনকার দল থেকে বাংলাদেশের বর্তমান দল অনেক ম্যাচিউর এমনটাই মনে করেন নান্নু, ‘আমরা অনেকদিন আগে খেলেছি। আমাদের ক্রিকেটাররা এখন যথেষ্ট ম্যাচিউরড। যথেষ্ট অভিজ্ঞ। এই টেস্টে অবশ্যই নিজেদের সেরাটা দিতে পারলে, ভালো রেজাল্টটাই আমরা পাবো।’

এছাড়া আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল নিয়ে নান্নু বলছিলেন, ‘একটা টেস্ট ম্যাচ আমাদের আফগানিস্তানের সঙ্গে। ভেরি চ্যালেঞ্জিং কন্ডিশন। এখন যথেষ্ট গরম। সব কিছু মিলিয়ে বেস্ট পসিবল সাইড আমরা দাঁড় করিয়েছি। আমরা আশা করছি, আফগানিস্তানের বিপক্ষে আমরা বেস্ট ক্রিকেটটাই খেলব।'

আগামী ১৪ জুন মিরপুরে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। আফগানিস্তান দলের ঢাকায় আসার কথা ১০ জুন।

বাংলাদেশের স্কোয়াড-
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

Share This Article

পর্যাপ্ত বিনিয়োগ সংগ্রহ করতে না পারায় প্রথম স্ত্রী রুশ তরুণী 'ফরোস্টেনকো’কে ডিভোর্স দেন ইউনূস!

এবার পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা

ড. ইউনূস ও তার স্ত্রীর নামে আলিশান বাড়িসহ দেশে-বিদেশে বিপুল সম্পদের খোঁজ!

আগুনে ছুড়ে ফেলা রিজভীর শালটি ভারতের নয়, দেশীয় খাদি শাল

তারেক রহমানকে পরিহার না করলে বিএনপির ধ্বংস অনিবার্য: নানক

বিনা চিকিৎসায় মারা যান গ্রামীণ ব্যাংকের প্রথম ঋণগ্রহীতা সুফিয়া খাতুন

এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী

গণহত্যা দিবসে সমাবেশ করবে আওয়ামী লীগ

জিএম কাদেরকে শত কোটি টাকার লিগ্যাল নোটিশ

‘যারা পণ্য বর্জনের ডাক দিয়েছেন, তাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি পরেন’