বিসিসি নির্বাচন: বিএনপির সঙ্গে ‘সম্পর্ক ছিন্ন’ রূপনের, পর্দার আড়ালে চরমোনাই পীর!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫২, সোমবার, ৫ জুন, ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০

নির্বাচনের ঠিক আগমুহূর্তেই বিএনপির বহিষ্কারের চিঠি পেলেন স্বতন্ত্র মোড়কে মেয়র পদে দাঁড়ানো কামরুল আহসান রূপন। তবে নেপথ্যে চরমোনাই পীর মুফতি ফয়জুল করিমের হাত রয়েছে।

পুরোদমে জমে উঠেছে বরিশাল সিটি ভোটের মাঠ। মেয়র আর কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় মুখর নগরী। রাতদিন এক করেই ভোটারদের কাছে ছুটছে সব রাজনৈতিক দল। কিন্তু নির্বাচনের ঠিক আগমুহূর্তেই ‘বিশ্বাসঘাতক’ তকমা পেয়ে বিএনপির বহিষ্কারের চিঠি পেলেন স্বতন্ত্র মোড়কে মেয়র পদে দাঁড়ানো কামরুল আহসান রূপন। তবে বিএনপির সঙ্গে রূপনের ‘সম্পর্ক ছিন্ন’র নেপথ্যে চরমোনাই পীর মুফতি ফয়জুল করিমের হাত রয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

সূত্রমতে, আগামী ১২ জুন বিসিসি নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে চরমোনাইয়ের সম্পর্ক 'সাপে নেউলে'র মতো দাঁড়িয়েছে। কেননা এখানে নৌকা কিংবা লাঙ্গলের প্রার্থী থাকলেও সাবেক ছাত্রদল নেতা রূপনকে শত্রু মনে করছে চরমোনাই। কেননা বিএনপি প্ৰার্থী থাকলে হাত পাখার ভোট কমবে। এজন্য তৃণমূল বিএনপি নেতা-কর্মীদের বিভিন্নভাব উসকানি দিয়েছেন হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করিম। দলীয় নির্দেশ না মেনে ভোটে দাঁড়ালেও বিএনপির হাইকমান্ড কেন ব্যবস্থা নিচ্ছে না; এমন উসকানি দিয়ে আসছিলেন তিনি। এর মধ্যেই রূপনের বহিষ্কারাদেশের খবর শুনে খুশি হন চরমোনাই পীর।

জানা যায়, সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিএনপির হাইকমান্ড। যদিও দলের নির্দেশনা না মেনেই সিটি নির্বাচনে অনেকেই প্রার্থী হয়েছেন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনেও মেয়র পদে স্বতন্ত্র হিসেবে ভোট করছেন রূপন। সাবেক এই ছাত্রদল নেতার বিএনপিতে তেমন কোনো পদ না থাকলেও সদস্য হিসেবে রয়েছেন। তাই দল ডিঙিয়ে প্রার্থী হওয়ায় প্রাথমিক সদস্য পদও হারান তিনি। তবে বিএনপি থেকে বহিষ্কার হলেও নির্বাচন থেকে সরবেন না বলেই জানিয়েছেন এই মেয়র প্রার্থী।

তথ্যমতে, বিসিসি নির্বাচনে আওয়ামী লীগের পরই চরমোনাইয়ের অবস্থান। কিন্তু রূপন সরে দাঁড়ালে বিএনপির সব ভোট হাতপাখায় পড়বে বলে ধারণা মুফতি ফয়জুল করিমের। আর এই চিন্তাভাবনা থেকেই তৃণমূল বিএনপিকে নিজের করে নিতে চেয়েছেন চরমোনাই পীর। রূপনের কারণে বরিশাল বিএনপি ‘বিরক্ত’ বলেও নেতা-কর্মীদের কানে বিষ ঢালতে থাকেন তিনি। শেষমেশ চরমোনাই পীরের কথার ফাঁদে পড়েই রূপনের বিরুদ্ধে ‘অ্যাকশনে’ যায় নগর বিএনপি। এর পরিপ্রেক্ষিতেই ৩ জুন এক চিঠিতে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় দলটির হাইকমান্ড।

Share This Article

ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক

চলবে তাপপ্রবাহ, আরও ৩ দিনের হিট অ্যালার্ট

মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর

কোনো প্রার্থীর প্রচারে থাকলে এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা: ইসি আলমগীর

‘প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা’

মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান-পাকিস্তানের

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে পাকিস্তানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

পাটশিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে : নানক

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা


যে তিন কারণে উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় বিএনপির তৃণমূল

উপজেলা নির্বাচন: ফের গণবহিস্কার বিএনপিতে!

উপজেলা নির্বাচন: বিএনপিকে ধোঁকা দিল জামায়াত!

উপজেলা নির্বাচন বর্জন : লাভের চাইতে ক্ষতি বেশি বিএনপির!

উপজেলা নির্বাচন নিয়ে সংকটে বিএনপি: প্রকাশ্য বিদ্রোহ!

ফের কূটনীতিকদের দৌড়ঝাঁপ: ব্রিটিশ ও মার্কিন কূটনীতিকদের তৎপরতা শুরু!

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কি কমেছে?

দেশের মানুষের ‘নিরাপত্তা’ নিয়ে ইউনুসের দুশ্চিন্তা: সোশ্যাল মিডিয়ায় হাস্যরস!

মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ১৭ এপ্রিল

আন্দোলন নিয়ে শরিকদের কোনো দিক নির্দেশনা দিতে পারছে না বিএনপি!

কখনোই যাকাত-ফেতরা দেননা ড. ইউনুস!

বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা ছিলো না বলেই সরকার পতন হয়নি: শিবির সভাপতি