বাহাউদ্দিন নাছিম বললেন,‌ ‘বরিশালে বিশ্বাসঘাতকদের কোনো জায়গা হবে না’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৩৯, বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০

‘আমরা জানি, গাজীপুর সিটি নির্বাচন জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আমরা জনগণের ভোটে পরাজিত হইনি, আমরা হেরেছি ষড়যন্ত্রের কাছে, আমরা হেরেছি বিশ্বাসঘাতকদের কাছে’

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগে বিশ্বাসঘাতকদের কোনো জায়গা হবে না। কারণ, ঘরের শত্রু বিভীষণ। ঘরে শত্রু রেখে লড়াই করা যায় না। ঘরে শত্রু রেখে, বিশ্বাসঘাতক রেখে আমরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমাদের মহান নেতাকে হারিয়েছি। আমরা আর কাউকে হারাতে চাই না।’

মঙ্গলবার বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুবলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের পক্ষে এ মতবিনিময় সভায় অংশ নেন বরিশাল জেলা ও মহানগর, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা জেলা যুবলীগের নেতা-কর্মীরা।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা জানি, গাজীপুর সিটি নির্বাচন জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আমরা জনগণের ভোটে পরাজিত হইনি, আমরা হেরেছি ষড়যন্ত্রের কাছে, আমরা হেরেছি বিশ্বাসঘাতকদের কাছে। আরও অনেক কিছু আমাদের জানার আছে। এসব তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। আমরা গাজীপুর থেকে সতর্ক হয়ে বরিশাল সিটি নির্বাচনে কৌশল পাল্টে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী মানুষের কাছে যাব। ভোট চাইব। যতবার যাওয়ার প্রয়োজন, ততবার যাব।’

গাজীপুর সিটি নির্বাচনে পরাজয় প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘গাজীপুরের নির্বাচনে পরাজয়ে আমাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু আমরা অনেক বেইমান-বিশ্বাসঘাতককে চিনতে পেরেছি।’

আওয়ামী লীগে কোনো বিভেদ নেই উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমরা ঘরে-বাইরে এক ও অভিন্ন আছি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বরিশালের সব পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মী মানুষের দ্বারে দ্বারে ভোট চাইছেন।’

আবুল খায়ের আবদুল্লাহ বিজয়ী হলে গোটা বরিশালের উন্নয়ন করা হবে—এমন প্রতিশ্রুতি দিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে এবার আমরা বরিশাল শহরকে তিলোত্তমা নগরীতে পরিণত করব।’

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খানের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস উপস্থিত ছিলেন।

Share This Article


অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নেবো: তথ্য প্রতিমন্ত্রী

ফরিদপুরে বাস-পিকআপের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

ইসরায়েলকে সহযোগিতার কথা অস্বীকার করছে সৌদি আরব

আজ শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন ড. ইউনূস

সরকারের নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান দুঃখজনক : তথ্য প্রতিমন্ত্রী

প্রস্তাবিত ৫ ব্যাংকের বাইরে একীভূত করা হবে না

৬ বিভাগে বইছে তাপপ্রবাহ, আরও বাড়বে গরম

বিভিন্ন স্থানে শিলাবৃষ্টির পূর্বাভাস

ঢাকায় ইসরায়েলের বিমান

জলদস্যুদের হাতে বন্দি নাবিকদের এ মাসেই উদ্ধার সম্ভব হবে: প্রতিমন্ত্রী

বৈরী আবহাওয়া বিবেচনায় নিয়েই প্রস্তুত জাতীয় ঈদগাহ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫