কেসিসি নির্বাচন: মোটরযানে সাড়ে ৩০ লাখ টাকা জরিমানা

  জেলা সংবাদদাতা
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৮, সোমবার, ২৯ মে, ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে চেকপোস্ট বসিয়ে মোটরযানের ওপর সাড়ে ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে মেট্রোপলিটন পুলিশ। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় এ কার্যক্রম চালানো হয়।

সোমবার বিষয়টি নিশ্চিত করে একজন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার জানান, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী গত ১ মে থেকে ২৮ মে পর্যন্ত এ জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, মোট ১১২টি চেকপোস্টের মাধ্যমে ২ হাজার ৪৪১টি মামলা হয়। এ সময় ৭২৬ গাড়ি আটকও করে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

দুই হাজার ৪৪১টি মামলা থেকে জরিমানা আদায় করা হয় ২৭ লাখ ৬৮ হাজার ৫৫০ টাকা। আটক থেকে জরিমানা আদায় করা হয় ২ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে পুলিশ ৩০ লাখ ৬৫ হাজার ৫০ টাকা আদায় করে।

এই নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক, লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল ও গোলাপ ফুল প্রতীক নিয়ে জাকের পার্টির এস এম সাব্বির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৩১টি ওয়ার্ডের ১৩৬ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের মাঠে। আগামী ১২ জুন এই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article

কোনো প্রার্থীর প্রচারে থাকলে এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা: ইসি আলমগীর

‘প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা’

মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান-পাকিস্তানের

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে পাকিস্তানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

পাটশিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে : নানক

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা

উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভ

রাশিয়ায় দুর্নীতির অভিযোগে উপপ্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তার

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!