বিসিসি নির্বাচন নিয়ে স্বস্তি ফিরেছে আওয়ামী লীগে, শঙ্কায় বিরোধীরা!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ১০:০৪, শনিবার, ২৭ মে, ২০২৩, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩০

নির্বাচনে জয়লাভ করার প্রথম ও প্রধান শর্ত হচ্ছে দলকে ঐক্যবদ্ধ রাখা। এর ব্যত্যয় হলে কখনোই জয়ী হওয়া সম্ভব নয়। আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে এমনই একটি শঙ্কা বিরাজ করেছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মধ্যে। তবে নির্বাচনের প্রাক্কালে সেই শঙ্কা দূর হয়েছে।শুধু তাই নয়, এতোদিন যারা অভিমান করে দল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এ নির্বাচনকে ঘিরে সবাই একাট্টা হতে শুরু করেছেন। তবে এর বিপরীতে শঙ্কাবোধ করছেন বিরোধীরা।  

 

জানা গেছে, বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ। তবে  দলীয় মনোনয়ন পেয়েছেন খোকন সেরনিয়াবাত। আর এতে মনোক্ষুন্ন হলেও পরক্ষণেই শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন তিনি। একই সাথে দীর্ঘদিন ধরে রাজনীতি থেকে দূরে থাকা প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজও খোকন সেরনিয়াবাতের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আর এসব কিছুই জানান দিচ্ছে নির্বাচনে জয়ী হতে আওয়ামী লীগ কতোটা ঐক্যবদ্ধ।

অন্যদিকে আওয়ামী লীগের মধ্যে যে কারণে স্বস্তি ফিরেছে বিরোধী দলে সে কারণেই শঙ্কা বেড়েছে। বিশেষ করে বরিশাল নগরীতে বিএনপির বাইরে আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘র মেয়র প্রার্থী চরমোনাই পীর ফয়জুল করিমের ‘হাত পাখা’কে। এতোদিন তারা ভেবেছিল যে, যেহেতু আওয়ামী লীগের মধ্যে বিরোধ রয়েছে সেহেতু ভোটের মাঠে এক্সট্রা একটা সুবিধা পাবে হাতপাখা। কিন্তু আওয়ামী লীগের ঐক্যবদ্ধতার ফলে এই সুবিধা আর পাচ্ছে না তারা।

অন্যদিকে নির্বাচনে বিএনপি’র ভোটাররা কাকে ভোট দিবেন এ নিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়েছেন। দলীয়ভাবে যেহেতু ঘোষণা হচ্ছে না, সেহেতু ভোটাররা কি বার্তা পাচ্ছে কিংবা প্রার্থী নির্বাচনে তারা কাকে সমর্থন করবে সেটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এমন বিভ্রান্তিতে বিএনপির অধিকাংশ ভোটার বিভক্ত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ভোটাররা এখন আর তাদের ভোট নষ্ট করতে চান না। কাউকে না কাউকে দিতেই হবে এবং প্রত্যেকেই  চান তার দেয়া ভোটের প্রার্থী যেন না হারেন। তাই দলের সরাসরি বার্তা না থাকায় বিএনপি ভোটাররা তিন ভাগে বিভক্ত হয়ে যেতে পারেন। 
দলীয়ভাবে না থাকলেও স্বতন্ত্র হিসেবে রয়েছেন সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান ওরফে রুপণ। এজন্য বিএনপির কিছু ভোট পাবেন তিনি। বাকি ভোট ভাগ হয়ে যাবে হাতপাখায় ও নৌকায় । ফলে ভোটের মাঠে আওয়ামীলীগ প্রার্থী খোকন সেরনিয়াবাত অনেকাংশেই এগিয়ে থাকবেন বলে জানান বিশ্লেষকরা।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article

পর্যাপ্ত বিনিয়োগ সংগ্রহ করতে না পারায় প্রথম স্ত্রী রুশ তরুণী 'ফরোস্টেনকো’কে ডিভোর্স দেন ইউনূস!

এবার পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা

ড. ইউনূস ও তার স্ত্রীর নামে আলিশান বাড়িসহ দেশে-বিদেশে বিপুল সম্পদের খোঁজ!

বিনা চিকিৎসায় মারা যান গ্রামীণ ব্যাংকের প্রথম ঋণগ্রহীতা সুফিয়া খাতুন

আগুনে ছুড়ে ফেলা রিজভীর শালটি ভারতের নয়, দেশীয় খাদি শাল

জিএম কাদেরকে শত কোটি টাকার লিগ্যাল নোটিশ

‘যারা পণ্য বর্জনের ডাক দিয়েছেন, তাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি পরেন’

এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী

গণহত্যা দিবসে সমাবেশ করবে আওয়ামী লীগ

স্বাধীনতার ঘোষণাপত্র পাল্টে যেভাবে নিজের নামে চালিয়েছেন মেজর জিয়া


নওগাঁ-২ আসনের নির্বাচন সোমবার

চার ধাপে উপজেলা নির্বাচন, শুরু ৪ মে

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোট ৯ মার্চ

নির্বাচন নিয়ে টিআইবি’র রিপোর্ট ধারণাপ্রসূত!

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

নির্বাচন যে সুষ্ঠু হতে পারে সেই দৃষ্টান্ত স্থাপন করেছি: প্রধানমন্ত্রী

ভোটে কোনো অনিয়ম পায়নি মার্কিন পর্যবেক্ষক

অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে সরকারকে চলে যেতে হবে, এর মানে কী,জানেন না বিদেশী পর্যবেক্ষক!

বড় প্রতিপক্ষ ছাড়াও নির্বাচনে ভোটারদের উৎসাহে অবাক বিদেশী পর্যবেক্ষকরা

গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরনে বাংলাদেশ অনেক দেশের চেয়ে এগিয়ে : বিদেশী পর্যবেক্ষক পাওলো কাসাকা

নাটোর-৩ আসনে জুনাইদ আহমেদ পলক বিজয়ী

সিরাজগঞ্জ-৩ আসনে জাল ভোট দেওয়ার চেষ্টা, ৩ জনের কারাদণ্ড