প্রধানমন্ত্রীকে বিএনপি নেতার হুমকি, নিন্দা জানিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৯:০০, বুধবার, ২৪ মে, ২০২৩, ১০ জ্যৈষ্ঠ ১৪৩০

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘হত্যার হুমকি’ দিয়েছেন রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এই হুমকি দাতার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভের পর গত ২৩ মে, এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

এ ব্যাপারে মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ বলেন, ‘মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।’

সহিংসতা উসকে দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে ম্যাকিনটোশ আরো বলেন, ‘আমরা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।’

ম্যাকিনটোশ আরো বলেন, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রয়াসকে সমর্থন করতে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক নীতি-আদর্শের প্রতি শ্রদ্ধা যে কোনো সমাজের বিকাশের জন্য অত্যাবশ্যক।’

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে বিএনপির ওই নেতা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘হত্যার হুমকি’ দেন। ওই সমাবেশে চাঁদ বলেন, ‘আমরা আর ২৭ বা ১০ দফা দাবি করবো না। এখন একটাই দফা-‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর দফা।’

এর প্রতিবাদে ২২ মে, সারাদেশে বিক্ষোভের ডাক দেয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ । এছাড়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তারের দাবি জানায় দেশের ২৩ জন বিশিষ্ট নাগরিক।

সমালোচকরা বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে এর আগেও এ ধরণের বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ।  এই জন্য গ্রেপ্তারও হয়েছিলেন তিনি, কয়েক মাস আগেই জামিনে মুক্তি মেলে তার, মুক্তি পেয়েই সেই একই দুঃসাহস আবারও দেখালেন তিনি। বার বার এমন কর্মকাণ্ডের জন্য তার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা

Share This Article


বিশ্ববিদ্যালয়গুলোতে যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন করতে হবে

থাইল্যান্ড, সৌদি ও গাম্বিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১১

দেশের দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

শেখ হাসিনা দেশ পরিচালনায় মসৃণভাবে এগিয়ে যাচ্ছেন : মার্কিন থিঙ্ক-ট্যাঙ্ক

ডিএমপির তৎপরতায় এবার ঈদে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

বাংলা নববর্ষ উদযাপন : হামলা-নাশকতা ঠেকাতে প্রস্তুত র‍্যাব

পহেলা বৈশাখে হামলার শঙ্কা নেই, তবুও সতর্ক ডিএমপি

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দুদিন বন্ধের পর ফের চলছে মেট্রোরেল

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান