যুবক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

ঝিনাইদহে যুবক হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন খাজুরা শেখপাড়া গ্রামের সাইফুল ইসলাম পাভেল, একই গ্রামের আলো মিয়া, খাজুরা জোয়ারদার পাড়ার আসলাম হোসেন, একই গ্রামের ইমরান আলম, সাদ্দাম হোসেন ও রাসেল হোসেন। এর মধ্যে আলো, রাসেল ও পাভেল পলাতক।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ইসমাইল হোসেন জানান, ২০১০ সালের ১৬ এপ্রিল বিকেলে মোটরসাইকেল নিয়ে হরিনাকুণ্ডু উপজেলার বেড়বিন্নি গ্রামের বাড়ি থেকে বের হন রহমত উল্লাহ খোকন। এর পরদিন ১৭ এপ্রিল সকালে সদর থানার বড়খাজুরা গ্রামের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই সদর থানায় হত্যা মামলা করেন রহমতের চাচা আব্দুর রাজ্জাক। মামলার তদন্ত শেষে ৯ জনকে অভিযুক্ত করে আদালতের চার্জশিট দেয় পুলিশ। এরপর দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয় আদালত।