জামিন পেলেন নোবেল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩২, সোমবার, ২২ মে, ২০২৩, ৮ জ্যৈষ্ঠ ১৪৩০

রাজধানীর মতিঝিল থানায় করা প্রতারণার মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে জামিন দিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম শফিউদ্দিন সোমবার শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়োন্দ পুলিশের (ডিবি) পরিদর্শক হুমায়ুন কবির এক দিনের রিমান্ড শেষে এদিন আসামি নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। নোবেলের পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন আবেদন করেন। ২০ মে নোবেলের জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেড কোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম নোবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় ওই মামলা করেন। এ মামলায় নোবেলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেড কোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট ১ লাখ ৭৫ হাজার টাকার চুক্তি করা হয়।

এতে বলা হয়, পরে নোবেলকে বিভিন্ন সময়ে ১ লাখ ৭২ হাজার টাকা দেয়া হয়। তবে টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণা করে এ অর্থ আত্মসাৎ করেন নোবেল।

বিষয়ঃ তারকা

Share This Article


মা-ছেলেকে হত্যা, স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

হাইকোর্ট বেঞ্চে ‘বকশিশ দেওয়া-নেওয়া’ দুর্নীতি বলে গণ্য হবে

আরাভ খানকে ফিরিয়ে আনা অসম্ভব না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে জেএমবি কমান্ডারের ২০ বছরের জেল

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্টে হাত হারানো শিশুকে ৪ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন ও কর ফাঁকি উভয় মামলাই চলবে

ড. ইউনূসের লিভ টু আপিল খারিজ, মামলা চলবে

গুজব ছাড়ানোর অভিযোগে টিটো রহমান ও নাজমুস সাকিবের বিরুদ্ধে মামলা

ড. ইউনূসের বিরুদ্ধে ৫ বছরে ১১শ’ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ

আরাভ খানের অস্ত্র মামলার রায় ৯ মে

আরাভ খানের অস্ত্র মামলার রায় ৯ মে