খোকন সেরনিয়াবাত-পত্নীকে আশ্বস্ত করলেন তৃতীয় লিঙ্গের ভোটাররা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৪২, সোমবার, ২২ মে, ২০২৩, ৮ জ্যৈষ্ঠ ১৪৩০
  • সেরনিয়াবাত'র স্ত্রী লুনা আব্দুল্লাহ কে কাছে পেয়ে এবার আনন্দে উদ্বেলিত হলেন বরিশালের তৃতীয় লিঙ্গের ভোটাররা।
  • ব্যাপক উৎসহে খোকন ভায়ের স্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ গ্রহণ করছেন তৃতীয় লিঙ্গের ভোটারা।

বরিশালসিটি করপোরেশন (বসিক) নির্বাচনে ব্যাপক প্রচার-প্রচারণা চালাছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।পিছিয়েনেই প্রার্থীদের পত্নীরাও।বরিশাল সিটি করপোরেশন এলাকার বহুল পরিচিত মুখ খোকন সেরনিয়াবাত'র স্ত্রী লুনা আব্দুল্লাহ। ভোট ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত তিনি। সব সময় সমাজেরঅবহেলিত মানুষের খোঁজ খবর রাখেন। তাকে কাছে পেয়ে এবার আনন্দে উদ্বেলিত হলেন বরিশালের তৃতীয় লিঙ্গের ভোটাররা। 

তৃতীয়লিঙ্গের শান্তা বলেন, সুখে-দুঃখে সে আমাগো পাশেথাকবে, তার পাশে আমরাও থাকমু। প্রয়োজন হইলে প্রচারণা চালামু। তখোকন সেরনিয়াবাত ভায়ের বউ ‘লুনা'  আইসাআমাগো কাছে দোয়া চাইছে প্রার্থীর লাইগ্যা, সেসঙ্গে পাশে থাকার কথাও বলছেন। খুব ভালো লাগছে, তিনি আমাগো সবাইরে একলগে লইয়্যা নাস্তাও খাইছেন।

বরিশালনগরের রসুলপুর কলোনির তৃতীয় লিঙ্গের ছালমা জানান, আমরা অনেক অসহায়। খোকন সেরনিয়াবাত ভাই আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র হলে যোগ্যতানুসারে চাকরি দেবেন। আমরাও চাই সাধারণভাবে জীবন যাপন করতে। খোকন ভাইয়ের আশ্বাস পেয়ে আমরা তার পক্ষে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছি।

এদিকেতৃতীয় লিঙ্গের ভোটারদের ওপর গুরুত্ব দেওয়ার বিষয়ে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের স্ত্রী লুনা আব্দুল্লাহ বলেন, শুধু ভোট নয়, আমি চাই সমাজের সবাইকে নিয়ে এগিয়ে যেতে। তাই ভোটের থেকেও বড় কথা হচ্ছে, মানুষের খোঁজ নেওয়া। 

তিনিবলেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এরইমধ্যে তাদের ভোটের অধিকার দিয়েছেন, বাড়ি-ঘর দিয়েছেন। এছাড়াতাদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও ভাতা দিচ্ছেন।আমিও তাদের কাছে এসেছি, তাদের কথা শুনেছি। তারা যাতে সামনের দিকে যেতে পারে, তাদের কর্মসংস্থান হয়, ভাতা পায় সে চেষ্টা থাকবে।বরিশালে আগে তৃতীয় লিঙ্গের মানুষের কোনো খোঁজ নেওয়া হয়নি, এটা শুনে আমিও অবাক। আগামীতে তাদের জন্য আমরা ভালো কিছু করার চেষ্টা করবো।

স্থানীয়লোকজন জানান, সাবেক মেয়র হিরণ ছাড়া আর কেউ তৃতীয়লিঙ্গের মানুষদের খোঁজ-খবর রাখেনি।সে কারণে ব্যাপক উৎসহে খোকন ভায়ের স্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ গ্রহণ করছেন তৃতীয় লিঙ্গের ভোটারা। তাকে আশ্বস্ত করেছেন, সেই সাথে নিজেদেরর দুঃখ কষ্ট ঘোচাতে, বিভিন্ন সমস্যার কথা তুলে ধরতে খোকন ভাইয়ের মতো যোগ্য জনপ্রতিনিধি খুঁজছেন তারা।

Share This Article