নগর ভবন সবার জন্য উম্মুক্ত থাকবে: খোকন সেরনিয়াবাত

- প্রচারণায় ব্যস্ত পার করছেন খোকন সেরনিয়াবাত।
- দিচ্ছেন নানান প্রতুশ্রুতি।
জমে উঠেছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। জমজমাট প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। ভোটার দের দিচ্ছেন নানান প্রতুশ্রুতি। মেয়র নির্বাচিত হলে নগর ভবনকে সবার জন্য উম্মুক্ত করার পাশাপাশি নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বদাই সচেষ্ট থাকবেন বলে জানিয়েছেন তিনি।
নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজিত আধুনিক বরিশাল নগর বিনির্মাণে অগ্রাধিকার ও প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ২১ মে এসব কথা বলেন বরিশালে নৌকার মাঝি খোকন সেরনিয়াবাত।
১২ জুন নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে খোকন সেরনিয়াবাত বলেন, ‘বরিশালে বিগত দিনে তেমন কোন উন্নয়ন হয়নি। আগামীর বরিশাল হবে নতুন বরিশাল। এখানে কোন বৈষম্য থাকবে না। সর্বস্তরের মানুষের সহযোগিতায় সুন্দর ও বসবাস উপযোগী হিসেবে গড়ে তোলা হবে এই নগরীকে।
তিনি আরও বলেন, সবার মতামতেই চলবে বরিশাল সিটি করপোরেশন। ফিরিয়ে আনা হবে করপোরেশনের সেবার পরিবেশ। সবার সহযোগিতায় আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে চাই। গত ১০ বছরেও বরিশালবাসী কোনো মানবিক সেবা পায়নি। উল্টো বঞ্চনার শিকার হয়েছেন। নির্বাচিত হলে এখানের সব সমস্যা মহাপরিকল্পনার মাধ্যমে সমাধান করা হবে।সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত থাকবে বরিশাল নগর ভবন।
এর আগে নগরীর বর্ধিত এলাকা টিয়াখালী সড়কে ২৩ নম্বর ওয়ার্ড নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। পরে নগরীর সাগরদী বাজারে ব্যবসায়ী এবং পথচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নৌকায় ভোট চেয়ে গণসংযোগ শেষ করেন।