প্রচারণায়ও এগিয়ে খোকন সেরনিয়াবাত পত্নী

- প্রার্থীর পাশাপাশি স্ত্রী-স্বজনরাও দ্বারে দ্বারে যাচ্ছেন
- মানুষের কাছে যাচ্ছেন ইসমত আরা ইকবাল
- এগিয়ে আছেন খোকন পত্নী লুনা আব্দুল্লাহ
আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশননির্বাচন। ভোটের দিন যত এগিয়ে আসছে নির্বাচনী প্রচারণা ততই জমজমাট হয়ে উঠছে। মেয়র প্রার্থীরা নানানভাবে ভোটরদের কাছে গিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন। প্রার্থীর পাশাপাশি তাদের স্ত্রী-সন্তানসহ স্বজনরাও দ্বারে দ্বারে গিয়ে নিজেদের কথা তুলে ধরছেন।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপসের সহধর্মিণী ইসমত আরা ইকবাল ছাড়াও মাঠে প্রতিদ্বন্দ্বী প্রায় সব মেয়র প্রার্থীর স্ত্রীদের দেখা যাচ্ছে। প্রচারণায় সেরনিয়াবাত পত্নী লুনা আবদুল্লাহও নিজের স্বামীর পক্ষে ভোট চাইতে কুণ্ঠা বোধ করছেন না। লুনা ও ইসমত এ দুজনের টার্গেট নারী ভোটারদের মন জয় করা। যদিও সুযোগ বুঝে বিপরীত লিঙ্গের কাছেও নিজেদের পক্ষে ভোট চাইতে ভুলছেন না তারা।
তবে উভয় মেয়রপ্রার্থীর এই দুই সহধর্মিণীর মধ্যে সময়ের ব্যবধানে প্রচারণার মাঠে এগিয়ে রয়েছেন লুনা আব্দুল্লাহ। খোকন সেরনিয়াবাত আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর টানা একমাস ধরে মাঠে কৌশলী প্রচারণার চালাচ্ছেন তিনি। মতবিনিময় সভা আর কুশল বিনিময়ের কৌশলে ভোটারদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিজের স্বামীর পক্ষে ভোটও চাইছেন তিনি।
জানা গেছে, খোকন সেরনিয়াবাত দলীয় মনোনয়ন পাওয়ার পর এক মুহূর্ত ঘরে বসেছিলেন না লুনা আব্দুল্লাহ। সকাল-বিকেল ছুটে বেড়াচ্ছেন এক মহল্লা থেকে আরেক মহল্লায়, যেতে কমতি রাখছেন না কলোনিগুলোতেও। তিনি যেখানে যান সেখানেই নারীদের উপস্থিতি বেড়ে যায়। সদা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে কখনও বৃদ্ধা, কখনও তরুণী সবাইকেই কাউকে বুকে জড়িয়ে ধরছেন, কুশলবিনিময় করছেন।
আবার চলতে চলেত ক্লান্ত হয়ে গেলে যে কারো ঘরে খানিকটা সময়ের জন্য বসে পড়ছেন। আর এরমাঝেই তিনি নারীদের উন্নয়নের কথা বলছেন, তাদের ভাগ্য পরিবর্তনের সঙ্গে নগর উন্নয়নের কথাও বলছেন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারদের ওপরও সমান গুরুত্ব দিচ্ছেন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতের স্ত্রী লুনা আব্দুল্লাহ। শুধু ভোট নয়, সমাজের সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান তিনি।
বরিশালে আগে তৃতীয় লিঙ্গের মানুষের কোনো খোঁজ নেওয়া হয়নি। আগামীতে তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করার অঙ্গীকার করছেন খোকন পত্নী লুনা। তার কাছে সহজেই নারীরা নিজেদের কথা তুলে ধরছেন।
এসব কারণে অন্য মেয়রপ্রার্থীর সহধর্মিণীদের চেয়ে প্রচারণার মাঠে এগিয়ে রয়েছেন খোকন সেরনিয়াবাতের স্ত্রী লুনা আব্দুল্লাহ।