যেমন 'বরিশাল’ গড়ে তুলতে চান খোকন সেরনিয়াবাত

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৩৯, রবিবার, ২১ মে, ২০২৩, ৭ জ্যৈষ্ঠ ১৪৩০
  • ভোটের প্রচারে সরগরম বরিশাল সিটি কর্পোরেশন।
  • আর অবহেলিত থাকবে না।
  • রয়েছে পানি সংকট।
  • বরিশাল ছিল পরিচ্ছন্ন শহর।

ভোটের প্রচারে সরগরম বরিশাল সিটি কর্পোরেশন। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। জয়ী হলে বরিশাল নগরকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তোলারও চিন্তা রয়েছে তার। একই সঙ্গে ‘নতুন বরিশাল’ গড়ারও প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী।

গত ১৯ মে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের বরিশাল জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব আশ্বাস দিয়েছেন খোকন সেরনিয়াবাত। নগরের বগুড়া রোডে একটি কনভেনশন হলে এর আয়োজন করে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখা।

সভায় খোকন সেরনিয়াবাত বলেন, বরিশাল ছিল পরিচ্ছন্ন শহর। এখন সেটা অপরিচ্ছন্ন। রয়েছে পানি সংকট। বর্জ্য ব্যবস্থাপনায়ও সমস্যা রয়েছে। এই নগরে তেমন কোনো উন্নয়ন হয়নি। অবহেলিত ছিল। তাই সর্বস্তরের মানুষের সহায়তায় সুন্দর ও বসবাস উপযোগী হিসেবে এই শহরকে গড়ে তোলা হবে। এটি আর অবহেলিত থাকবে না।

তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনায় বাংলা‌দেশের জন্ম। আমার বাবা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতও একই চেতনায় বিশ্বাসী ছিলেন। এতদিন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অবহেলিত ছিলেন। কিন্তু আমি নির্বাচিত হলে এখানে আর কোনো বৈষম্য বা ভেদাভেদ থাকবে না।

তিনি আরও বলেন, 'বরিশালে কোনো দাতা সংস্থা বা এনজিও কাজ করতে পারেনি। সেই পরিবেশ ও সুযোগ তাদের দেয়া হয়নি। নির্বাচিত হলে সেই পরিবেশও ফিরিয়ে আনা হবে ইনশাল্লাহ। তাই আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন।'

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

বিসিসি নির্বাচন: ‘স্বতন্ত্র পোশাকে’ মাঠ দখলের চেষ্টা বিএনপির!

সৌদি পৌঁছাল হজের প্রথম ফ্লাইট

২৩ মে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রদূতদের নিরাপত্তায় সরকার কোনো শিথিলতা দেখাবে না: ওবায়দুল কাদের

এটা দুর্ভাগ্যজনক যে ভোট চোররা গণতন্ত্র নিয়ে কথা বলছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখবে আমিরাত

অন্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্ক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পকর্কে প্রভাবিত করে না

২৫ দেশের কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণ

ফাইল ছবি

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

উন্নয়নে কোরিয়ার সাফল্য বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে: প্রধানমন্ত্রী