দেশের ৯০ ভাগ শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত, মাথাপিছু আয়ও বেড়েছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:২৮, রবিবার, ২১ মে, ২০২৩, ৭ জ্যৈষ্ঠ ১৪৩০

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সরকার প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে। মেডিকেল, টেক্সটাইল, প্রযুক্তি, কারিগরিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছে। দেশের ৯০ ভাগ শিক্ষক এখন প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদের মাথাপিছু আয়ও বেড়েছে।

শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সভ্যতার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে বিশ্ববিদ্যালয়। চাঁদপুরে ব্যবসা বাণিজ্যের অনেক সুনাম রয়েছে। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ায় আমি চাঁদপুরের সন্তান হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, নারী ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়েছে। সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। বছরে ৪০ কোটি বইসহ শিক্ষাবৃত্তি প্রদান করছে। শিক্ষা ট্রাস্ট করা হয়েছে। শিক্ষা কার্যক্রমে আধুনিকায়ন করা হয়েছে। বর্তমানে শিক্ষার হার ৭৫ শতাংশ।

ড. শামসুল আলম বলেন, আউট সোর্সিংয়ের মাধ্যমে পৃথিবীর ১৫ শতাংশ আয় হচ্ছে বাংলাদেশ থেকে। হাইটেক পার্ক, শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণ নিয়ে আমাদের সন্তানরা আয় করছে। দেশের ৬ লাখ ৫০ হাজার লোক আউটসর্সিংয়ের মাধ্যমে বছরে ৬৫ হাজার কোটি টাকা আয় করছে।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নাছিম আখতারের সভাপতিত্বে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন (শিক্ষাবিদ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজ বেগম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি প্রফেসর ড. হাবিবুর রহমান।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


পাটশিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে : নানক

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

র‌্যাবের ১২তম মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম

প্রচণ্ড গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সতর্ক থাকার পরামর্শ

প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাচ্ছেন আজ

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন করা হয়েছে : প্রধানমন্ত্রী

পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: পাটমন্ত্রী

মিয়ানমারের নৌ জাহাজে ফিরছেন ১৭৩ বাংলাদেশি

বান্দরবানের তিন উপজেলার ভোট স্থগিত