রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে ম্যানসিটি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:০২, বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৪ জ্যৈষ্ঠ ১৪৩০

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার দল। আগামী ১০ জুন ইস্তানবুল ফাইনালে ইংলিশ জায়ান্টদের মুখোমুখি হবে ইতালির ইন্টার মিলান। ইন্টার চতুর্থ ও ম্যানসিটি প্রথম শিরোপার খোঁজে নামবে তুর্কি শহরে।

 

প্রথম সেমিফাইনালে এসি মিলানকে হারিয়েছে ইন্টার মিলান। এবার ইউরোপের সফলতম দলকে হারিয়ে ফাইনালের টিকিট পেল পেপ গার্দিওলার ম্যানসিটি। রিয়ালের মাঠে প্রথম লেগ ১-১ গোলে ড্র করার পর আজ ঘরের মাঠে ৪-০ গোলের অভাবনীয় জয় তুলে নেয় ইংলিশ জায়ান্টরা। গতবার সেমিতে জয়ের কাছাকাছি পৌঁছেও শেষ মুহূর্তে তিন গোল হজম করে বিদায় নেয় সিটি। এবার স্নায়ু শক্ত রাখল সিটিজেনরা।

আজ ইতিহাদে ম্যাচের ২৩ মিনিটে সিটিকে এগিয়ে দেন পর্তুগিজ তারকা বার্নার্দো সিলভা। ৩৭ মিনিটে তারই গোলে ব্যবধান ২-০ হয়ে যায়। ৭৪ মিনিটে গোলমুখে আগুয়ান ফ্রিকিকের বলকে ভুল করে নিজেদের জালে জড়িয়ে দেন রিয়াল ডিফেন্ডার এডার মিলিতাও। এরপর বদলি খেলোয়াড় হুলিয়ান আলভারেজ যোগ করা সময়ে আরেক গোল করলে বড় লজ্জা বরণ করে রিয়াল (৪-০)। তবে গোলকিপার থিবো কোর্তোয়ার দৃঢ়তায় বেশ কয়েকটি গোল বঞ্চিত হয় সিটি।

সিটির সামনে এখন ট্রেবল জয়ের হাতছানি। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে শনিবার কিংবা রোববার। এফএ কাপ শিরোপাও ডাকছে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার সম্ভাবনাও জাগল গার্দিওলার শিষ্যদের।

বিষয়ঃ ফিফা

Share This Article