জো বাইডেনের যে মন্তব্যে ‘তোলপাড়’ চলছে টুইটারে

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:০৫, শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৭ শ্রাবণ ১৪২৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ম্যাসাচুসেটসের একটি পরিত্যাক্ত কয়লা খনিতে যান। সেখানে তিনি তেল ও কয়লা খনিগুলোর পরিবেশের ওপর বিরূপ প্রভাব নিয়ে কথা বলেন।

তিনি জানান যখন তিনি ছোটবেলায় ডালাওয়ারে ছিলেন তখন সেখানে একটি তেল শোধনাগার ছিল। যার কারণে তার অনেক ভোগান্তি পোহাতে হত। ডালাওয়ারে এরকম আরও তেল শোধনাগার থাকায় সেখানকার মানুষ বেশি ক্যান্সারে আক্রান্ত হন। 

নিজের বক্তব্যের একটা পর্যায়ে বাইডেন জানান, তার নিজেরও ক্যান্সার আছে!

আর বাইডেন এমন কথা বলার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেকেই খুঁজতে থাকেন প্রেসিডেন্ট কি তাহলে ক্যান্সারে আক্রান্ত?

বিষয়টি জানতে গণমাধ্যম নিউইয়র্ক টাইমস হোয়াইট হাউজে যোগাযোগ করে। সেখান থেকে জানানো হয়, বাইডেন আসলে তার স্কিন ক্যান্সার নিয়ে কথা বলেছেন এবং ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে স্কিন ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন তিনি। 

তাছাড়া বাইডেন তার বক্তব্যে পরিবারের একজন পুরুষ সদস্যদের ব্যাপারে কথা বলার সময় নারীবাচক শব্দ (সি) ব্যবহার করে বর্ণনা দেন।

নিজের ক্যান্সার আছে এমন কথা বলার পর টুইটারে তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন সাধারণ মানুষ। 

একজন টুইটে লেখেন, জো বাইডেন মাত্র বলেছেন তার ক্যান্সার আছে এবং একজন পুরুষ সদস্যকে ‘সি’ বলে উল্লেখ করেছে। মনে হচ্ছে সবকিছু বেশ ভালোই যাচ্ছে। 

আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, জো বাইডেনের কি ক্যান্সার হয়েছে নাকি স্মৃতিভ্রম হয়েছে। 

আরেকজন লিখেছেন, আমি আশা করি আপনি ক্যান্সার থেকে সেরে ওঠবেন।

 

Share This Article

যে তিন কারণে বরিশালের ভোটের মাঠে খোকন সেরনিয়াবাতকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

নগর ভবন সবার জন্য উম্মুক্ত থাকবে: খোকন সেরনিয়াবাত

শেখ হাসিনা গড়বেন স্মার্ট বাংলাদেশ, তিলোত্তমা নগরী গড়বেন খোকন সেরনিয়াবাত !

দুবাইর বিমানে দেশ ছাড়ছেন জাহাঙ্গীর!

সাদিক আব্দুল্লাহ'র আস্থাভাজন সাজ্জাদ সেরনিয়াবাতের চাঁদাবাজি

‘স্মার্ট’ বরিশাল নগরী গড়ে তোলা হবে : খোকন সেরেনিয়াবাদ পত্নী

ভিন্ন চিত্র বিসিসি নির্বাচনে: বিএনপি ভোটারদের ভোটও পাবেন খোকন সেরনিয়াবাত!

ব্যর্থ বিএনপির সকল প্রচেষ্টা,এলোনা স্যাংশন

ভিন্ন দেশ ও জাতি-গোষ্ঠীর মাঝে আলোড়ন তুলেছে ৭ই মার্চের ভাষণ!

নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম : মার্কিন ভিসা নীতিতে উৎফুল্ল আওয়ামী লীগ,দুশ্চিন্তায় বিএনপি!