জো বাইডেনের যে মন্তব্যে ‘তোলপাড়’ চলছে টুইটারে

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:০৫, শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ৭ শ্রাবণ ১৪২৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ম্যাসাচুসেটসের একটি পরিত্যাক্ত কয়লা খনিতে যান। সেখানে তিনি তেল ও কয়লা খনিগুলোর পরিবেশের ওপর বিরূপ প্রভাব নিয়ে কথা বলেন।

তিনি জানান যখন তিনি ছোটবেলায় ডালাওয়ারে ছিলেন তখন সেখানে একটি তেল শোধনাগার ছিল। যার কারণে তার অনেক ভোগান্তি পোহাতে হত। ডালাওয়ারে এরকম আরও তেল শোধনাগার থাকায় সেখানকার মানুষ বেশি ক্যান্সারে আক্রান্ত হন। 

নিজের বক্তব্যের একটা পর্যায়ে বাইডেন জানান, তার নিজেরও ক্যান্সার আছে!

আর বাইডেন এমন কথা বলার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেকেই খুঁজতে থাকেন প্রেসিডেন্ট কি তাহলে ক্যান্সারে আক্রান্ত?

বিষয়টি জানতে গণমাধ্যম নিউইয়র্ক টাইমস হোয়াইট হাউজে যোগাযোগ করে। সেখান থেকে জানানো হয়, বাইডেন আসলে তার স্কিন ক্যান্সার নিয়ে কথা বলেছেন এবং ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে স্কিন ক্যান্সার থেকে মুক্ত হয়েছেন তিনি। 

তাছাড়া বাইডেন তার বক্তব্যে পরিবারের একজন পুরুষ সদস্যদের ব্যাপারে কথা বলার সময় নারীবাচক শব্দ (সি) ব্যবহার করে বর্ণনা দেন।

নিজের ক্যান্সার আছে এমন কথা বলার পর টুইটারে তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন সাধারণ মানুষ। 

একজন টুইটে লেখেন, জো বাইডেন মাত্র বলেছেন তার ক্যান্সার আছে এবং একজন পুরুষ সদস্যকে ‘সি’ বলে উল্লেখ করেছে। মনে হচ্ছে সবকিছু বেশ ভালোই যাচ্ছে। 

আরেকজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, জো বাইডেনের কি ক্যান্সার হয়েছে নাকি স্মৃতিভ্রম হয়েছে। 

আরেকজন লিখেছেন, আমি আশা করি আপনি ক্যান্সার থেকে সেরে ওঠবেন।

 

Share This Article


ইউক্রেনকে ৬২ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

বিশ্বে তীব্র গরমে বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলি সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

তাইওয়ানে একদিনে ৮০ বারেরও বেশি ভূমিকম্প

ইসরাইল সরকার ২০২৩ সালে মানবাধিকার লঙ্ঘন করেছে : যুক্তরাষ্ট্র

সৌদি আরবে ভারী বৃষ্টি, ডুবে গেছে রাস্তা-ঘাট

বিশ্বজুড়ে বেড়েছে সামরিক ব্যয়, শীর্ষে যুক্তরাষ্ট্র

পশ্চিমের সাথে সরাসরি সংঘাতের হুঁশিয়ারি রাশিয়ার

পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট

৩ দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি পাকিস্তানে

২০২২ সালে মার্কিন নাগরিকত্ব পেয়েছেন ৬৬ হাজার ভারতীয়

মালদ্বীপের নির্বাচনে ভারতবিরোধী মুইজ্জুর দলের বিশাল জয়