‘যুদ্ধ শীত পর্যন্ত গেলে যে কারণে বিপদে পড়বে ইউক্রেন’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:০১, বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৬ শ্রাবণ ১৪২৯

অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তরের উচপদস্থ কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক মঙ্গলবার বলেছেন, ইউক্রেন চায় শীতকালের আগে যেন যুদ্ধ বন্ধ হয়ে যায়। কারণ শীতকাল চলে আসলে রুশ সেনারা তাদের অবস্থান দৃঢ় করতে পারবে। এরফলে ইউক্রেনের পাল্টা হামলা চালানোর বিষয়টি কঠিন হয়ে যাবে।

 

তার মতে, যুদ্ধ শীত পর্যন্ত গেলে বিপদে পড়বে ইউক্রেন। ইউক্রেনের ম্যাগাজিন এনভির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে আন্দ্রি ইয়ারমাক আশাবাদ ব্যক্ত করে বলেন, তাদের আশা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শীতকালের আগেই পর্যাপ্ত অস্ত্র দেবে যেন ইউক্রেন জয়ী হতে পারে।

তিনি আরও বলেন, শীতকাল পর্যন্ত যেন যুদ্ধ না চলে সেটি নিশ্চিত করা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শীতকালের পর রুশ সেনারা তাদের অবস্থান দৃঢ় করার জন্য আরও সময় পাবে। তখন আমাদের জন্য বিষয়টি অবশ্যই জটিল হয়ে যাবে।

আন্দ্রি ইয়ারমাক আরও বলেছেন, রাশিয়া চাইছে ইউক্রেন যেন লম্বা একটি যুদ্ধে জড়ায়। এদিকে রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে এ অভিযান শেষ করার কোনো নির্দিষ্ট সময় সীমা নেই।

সূত্র: রয়টার্স

বিষয়ঃ ইউক্রেন

Share This Article

যেকারণে ইমাম-মুয়াজ্জিনগণ সমর্থন দিলেন খোকন সেরনিয়াবাতকে

ধর্মকে পুঁজি করে নাগরিকদের সঙ্গে প্রতারণা করছেন অনেকে: খোকন সেরনিয়াবাত

নির্বাচন প্রক্রিয়ায় জড়িত ৯০ শতাংশ ব্যক্তিরই যুক্তরাষ্ট্রের ভিসার প্ৰয়োজন নেই!

ভিন্ন দেশ ও জাতি-গোষ্ঠীর মাঝে আলোড়ন তুলেছে ৭ই মার্চের ভাষণ!

২০০০ টাকার কর বিভ্রান্তি: না বুঝেই প্রতিক্রিয়ায় সয়লাব ফেসবুক!

ফয়জুল করিমকে নয়, খোকন সেরনিয়াবাতকে সমর্থন দিলেন ছারছিনা পীর !

বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে ভিসা নীতি: তথ্যমন্ত্রী

করফাঁকি: কূটকৌশল খাটিয়েও নিস্তার পেলেন না ড. ইউনূস

মিথ্যে আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন চরমোনাই পীর!

মুরিদদের ভয় দেখিয়ে স্ত্রীদের নির্বাচনী মাঠে নামিয়েছেন চরমোনাই পীর!