নেত্রকোণার হাওরের অধিকাংশ ধান কেটে স্বস্তিতে কৃষক

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৩৩, বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৭ বৈশাখ ১৪২৯

সম্ভাব্য দুর্যোগ এড়াতে কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন ব্যবহার করছেন নেত্রকোণা হাওরপাড়ের কৃষকেরা।

জেলা কৃষি বিভাগ জানিয়েছেন, বুধবার নাগাদ হাওরের মাঠে ৭০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। জেলার স্থানীয় প্রশাসন উদ্যোগে হাওরপাড়ের চাষীদের ফসল দ্রুত ঘরে তুলতে এক হাজারেরও বেশি মেশিন ব্যবহার করা হয়েছে। মেশিনে দ্রুত ধান কাটার পাশাপাশি খরচও অনেকটা কম হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়,ধান উদ্বৃত্ত জেলা নেত্রকোণার ১০ উপজেলায় হাওরাঞ্চল, সমতল ও পাহাড়ি অঞ্চল মিলিয়ে এবার বোরো আবাদ হয়েছে ১ লাখ ৮৪ হাজার  ৭৩৫ হেক্টর জমিতে। এর মধ্যে ছয় উপজেলার হাওরাঞ্চলে উফশি, হাইব্রিড ও স্থানীয় জাত মিলিয়ে আবাদ হয়েছে ৪০ হাজার ৯৭০ হেক্টর জমিতে। এর মধ্যে আগামী ২৩ এপ্রিল আগাম বন্যার শংকার কথা মাথায় রেখে কৃষকদের নির্দেশনা দেয়া হয়েছে ৮০ শতাংশ ধান পাকলেই সেই ধান যেন কাটা হয়।

সূত্রটি জানায়, সরকারি ভর্তুকি মূল্যে জেলায় ৭৭৬টি কম্বাইন্ড হারভেস্টার, ১২১টি রিপার মেশিনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জেলার বাইরে থেকে আরো অন্তত দুইশোটি মেশিন আনা হয় ব্যক্তি উদ্যোগে। সব মেশিনই এখন দিন রাত হাওরের মাঠে ধান কাটায় ব্যস্ত রয়েছে।

হাওরের ধান কাটা তিন থেকে চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে। পরে সমতল ও পাহাড়ি অঞ্চলের ধান পাকতে শুরু করবে। তখন হাওরের মেশিনগুলোই সেখানে ধান কর্তন শুরু করবে। শুক্রবার নাগাদ আশা করছি ৯০ শতাংশ ধান কাটা শেষ হয়ে যাবে। তাছাড়া হাওরের নীচু এলাকার প্রায় সব ধানই কাটা শেষ হয়ে গেছে। বাকি হাওরের ১০ শতাংশ ধান সেটা উঁচু জমিতে। ওই ধানটাও এরই মাঝে কাটা হয়ে যাবে।

এদিকে বোরো ধানে নেত্রকোণায় কৃষকের মুখে হাসি ফুটেছে। হাওরে পানি আসার আগেই ধান কাটা প্রায় শেষের দিকে থাকায় কৃষকেরা আনন্দিত। ধানের ফলনও ভাল হয়েছে। এলাকার সব বয়সের মানুষেরাই  মাঠের পাকা ধান কাটা, মাড়াইয়ে কাজ করছেন। তারা  পার করছেন ব্যস্ত সময়। কাঠা প্রতি ছয়-সাত মণ করে ধান পাচ্ছেন বলে জানান কৃষকরা।

 

Share This Article

‘প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা’

মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান-পাকিস্তানের

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে পাকিস্তানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

পাটশিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে : নানক

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা

উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভ

রাশিয়ায় দুর্নীতির অভিযোগে উপপ্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তার

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!

উত্তপ্ত মধুখালী: বহিরাগতদের আনাগোনা, পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে কারা?


কীটপতঙ্গ ফসল নষ্ট করে ২০ থেকে ৩০ শতাংশ: গবেষণা

হলদে ফুলকপিতে স্বপ্ন বুনছেন কালকিনির কৃষক

রঙিন ফুলকপিতে সয়লাব কুমিল্লার ১৭ উপজেলা

গোপালগঞ্জে ৫ লাখ ২০ হাজার টন বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বিদ্যুৎ সাশ্রয়ে সেচ কার্যক্রম রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত চালানোর অনুরোধ

নাজিরপুরে জমে উঠেছে ভাসমান সবজির বাজার

৮৫ কোটি টাকার শিম রপ্তানি

কৃষিপণ্যের মধ্যস্বত্বভোগীদের ধ্বংস করা হবে : কৃষিমন্ত্রী

মেহেরপুরে রবিশস্য চাষে নতুনমাত্রা যোগ করেছে সূর্যমুখী

পিঁয়াজ রোপণে ব্যস্ত কৃষক

১৭৯ হেক্টর অনাবাদি জমিতে চাষাবাদ বেড়েছে

‘কৃষি সেচে জ্বালানি তেল নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে’