কাভার্ডভ্যানচাপায় নর্থসাউথ ছাত্রীর মৃত্যু, রিমান্ড শেষে কারাগারে চালক

মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যানচাপায় সানজিদা আক্তার তামান্না নিহতের ঘটনায় করা মামলায় চালক শামীমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেক ইমামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের লালবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শওকত আকবর।
জানা গেছে, নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ৩১ মার্চ রাতে ধানমন্ডি আবাহনী মাঠের সামনে থেকে মোটরসাইকেলে করে লালবাগ হয়ে কামরাঙ্গীরচরের বাসায় যাচ্ছিলেন তিনি। লালবাগ বেড়িবাঁধ এলাকায় এলে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে পেছন থেকে পড়ে যান সানজিদা। এ সময় কাভার্ডভ্যানটি সানজিদার ওপর দিয়ে চলে যায়। সেখান থেকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লালবাগ থানায় মামলা করেন নিহতের ভাই সায়েম।