শিক্ষাব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগে মাত্র আটটি মেডিকেল কলেজ ছিল দেশে। এখন মেডিকেল কলেজ রয়েছে ১১০টি। বতর্মানে দেশে প্রায় ৭০ হাজার বিদ্যালয় রয়েছে। পাকিস্তানের সময় দেশে মাত্র ৮-১০ ইউনিভার্সিটি ছিল। এখন রয়েছে দেড়শ ইউনিভার্সিটি। আমাদের শিক্ষার ব্যবস্থাও অনেক উন্নত হয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর, পৌরসভা ও সাটুরিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় এমবিবিএসে যারা ভর্তি হয়েছে, তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ নারী। ডাক্তার নিয়োগেও প্রায় ৬০ শতাংশ নারী ডাক্তার চাকরি পেয়েছে। আগে আমাদের মা-বোনেরা পিছিয়ে ছিল। বতর্মানে তারা এগিয়ে যাচ্ছে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ছেলে-মেয়েদের বইয়ের শিক্ষার পাশপাশি ভালো মানুষ হওয়ায় শিক্ষা দিতে হবে। তারা যেন সুন্দর চরিত্র গঠন করতে পারে। আপনাদের খেয়াল রাখতে হবে, কোনো শিক্ষার্থী যেন খারাপ ব্যবহার না করে, সন্ত্রাসী কার্যকলালে লিপ্ত না হয়। আজকাল বিভিন্ন পত্র-পত্রিকায় দেখি ছোট ছোট পোলাপান কিশোর গ্যাং হয়ে গেছে। এসব বিষয়ে শিক্ষকদের খেয়াল রাখতে হবে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফসার উদ্দিনের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌরসভার মেয়র মো. রমজান আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।