শীর্ষ ৫০০ ধনীর সম্পদ কমেছে!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪৪, মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৩১ জ্যৈষ্ঠ ১৪২৯
ফাইল ফটো
ফাইল ফটো

বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তি এ বছর সম্মিলিতভাবে ১.৪ ট্রিলিয়ন ডলার হারিয়েছেন। ব্লুমবার্গ বিলিওনেয়ারস ইনডেক্স বলছে, গত সোমবারই ২০৬ বিলিয়ন ডলার হারিয়েছেন তারা।

বৈশ্বিক বাজারে উচ্চ সুদহার ও মূল্যস্ফীতি এর কারণ। গত বছরের একদম বিপরীত চিত্র দেখা যাচ্ছে এখন। বিশ্বে এ সময় ১০ লাখ ডলারের বেশি বিনিয়োগযোগ্য সম্পদ থাকা ব্যক্তি ৮% বাড়ে। উত্তর আমেরিকায় বাড়ে ১৩ শতাংশ।  

কাপজেমিন ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্টের তথ্য অনুযায়ী, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধনীদের র‍্যাংক ৪.২ শতাংশ হারে বেড়েছে।  


 

এর পেছনের অন্যতম কারণ প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চীনের ক্র্যাকডাউন আর স্তিমিত হয়ে আসা রিয়েল এস্টেট বাজার। যুক্তরাষ্ট্রের স্টক মার্কেটেও এর প্রতিফলন দেখা গেছে।


এরপরও, কাপজেমিনির প্রতিবেদন দেখিয়েছে, কীভাবে কোভিড-১৯ মহামারির সময় ধনীরা কীভাবে লাভবান হয়েছে।

যুক্তরাষ্ট্র, জাপান, চীন ও জার্মানিতে বিশ্বের বেশিরভাগ ধনীদের বাস। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এ চারটি দেশেই বিশ্বের প্রায় ৬৪% ধনীদের (যাদের বিনিয়োগযোগ্য সম্পদের পরিমাণ অন্তত ১০ লাখ ডলার) বাস।

এখানেই শেষ নয়। এরমধ্যেও বেশি ধনীরা লাভবান হয়েছে আরও বেশি।  ৩০ মিলিয়ন ডলার বা এরবেশি বিনিয়োগ করার মতো সম্পদ যাদের ছিল, ২০২০ সালের তুলনায় তাদের সম্পদ বেড়েছিল ৯.৬ শতাংশ। আর, ১-৫ মিলিয়ন ডলার বিনিয়োগযোগ্য সম্পদের অধিকারীদের সম্পদ বেড়েছিল ৭.৮% হারে। 

Share This Article


আরও ১২ জিম্মিকে মুক্তি দিল হামাস

বোমার চেয়ে রোগে মারা যেতে পারেন বেশি ফিলিস্তিনি

বিয়ের আসরেই বউ-শাশুড়িসহ ৪ জনকে গুলি করে হত্যা

আরও দুই দিন বাড়ল গাজা যুদ্ধবিরতির মেয়াদ

গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির দাবিতে হোয়াইট হাউজের সামনে অনশন

হামাসকে কখনই ধ্বংস করা সম্ভব হবে না : কাতারের প্রধানমন্ত্রী

এবার বরখাস্ত হলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী

যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে চায় হামাস

দ্বিতীয় দফায় ১৭ ইসরায়েলি জিম্মিকে ছাড়ল হামাস

আরও বাড়ছে হামাসের জনপ্রিয়তা, ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ!

বিরতির প্রথম দিন ১৯৬টি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে গাজায়

ইমরান খানের বিবাহবিচ্ছেদের বিরুদ্ধে করা আবেদন খারিজ