বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ৭৩ হাজার কেন্দ্রে বিশেষ দোয়া

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৬, বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ২ চৈত্র ১৪২৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে নানা কর্মসূচি হাতে নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এর মধ্যে অন্যতম কর্মসূচি হলো সারাদেশে ৭৩ হাজার ৭৬৮টি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত।

বুধবার (১৫ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হবে। এ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বনানী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সে, গুরুত্বপূর্ণ মসজিদসহ দেশের সকল মসজিদে এবং নবনির্মিত ১০০টি মডেল মসজিদসহ আগামী ১৬ মার্চ উদ্বোধনকৃত মডেল মসজিদসমূহে কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

এছাড়া মাঠ পর্যায়ের ইসলামিক ফাউন্ডেশনের সকল উপজেলা, জেলা ও বিভাগীয় কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে কোরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যদিকে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্রেও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া স্কুল, কলেজ, কওমি, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে প্রতিটি উপজেলায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর 'জীবন ও কর্ম' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক মিশন কর্তৃক ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ের প্রধান কার্যালয়, বায়তুল মোকাররম কার্যালয়সহ ৫০টি ইসলামিক মিশন কেন্দ্রে ও টঙ্গিস্থ যাকাত বোর্ড শিশু হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের নিয়মিত প্রকাশনা ‘মাসিক অগ্রপথিক’ ও ‘সবুজপাতা’র বিশেষ সংখ্যা প্রকাশ করা হবে।

Share This Article


৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৪ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ

অবশেষে আমিরাতের বন্দরে ভিড়ল এমভি আবদুল্লাহ

কিরগিজস্তানে বিদ্যুৎ ও সোনা উৎপাদনে জনশক্তি নিয়োগের সুযোগ

চতুর্থ ধাপের উপজেলা ভোটের তফসিল হতে পারে মঙ্গলবার

অতিরিক্ত সচিব হলেন ১২৭ যুগ্ম সচিব

ঢাকায় কাতারের আমির

যু‌দ্ধের টাকা জলবায়ু পরিবর্তনে ব্যয় হ‌লে বিশ্ব রক্ষা পে‌তো: প্রধানমন্ত্রী

পাবনায় তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি

বুধবার থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হচ্ছে ৫ চুক্তি

৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া

মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিদের ২৪ এপ্রিল ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী