ট্রেনে জনতার ঢল, গন্তব্য প্রধানমন্ত্রীর জনসভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা—এই তিন জেলা থেকে আটটি বিশেষ ট্রেন বিভাগীয় শহর ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসছে।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে ট্রেনগুলো সব স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসছে।
দীর্ঘ চার বছর পর ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ দুপুরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
এদিকে, প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল থেকে সমাবেশস্থলে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। ছোট ছোট মিছিল নিয়ে আসছেন ময়মনসিংহ বিভাগের চার জেলার নেতাকর্মীরা।
ময়মনসিংহ জেলায় যাতায়াতের জন্য গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার-জামালপুর-ময়মনসিংহ, নেত্রকোনা-ময়মনসিংহ, অ্যাডভোকেট মতিউর রহমান-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্জাইল-ময়মনসিংহ রুটে ৮টি বিশেষ ট্রেন আসছে জেলা ও উপজেলা থেকে।