তারেকের ওপর ক্ষুব্ধ খালেদা, বলছেন না কথাও!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০১:৪৭, রবিবার, ৫ মার্চ, ২০২৩, ২০ ফাল্গুন ১৪২৯
  • মা-ছেলের এমন দ্বন্দ্বে নতুন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে বিএনপিতে।
  • কয়েক মাস ধরে ছেলের ওপর নানান বিষয় নিয়ে ক্ষুব্ধ খালেদা জিয়া।
  • বিএনপিকে কুক্ষিগত করেছেন তারেক রহমান। 

একের পর এক নাটকীয় মোড় নিচ্ছে খালেদা জিয়ার রাজনীতি করা না করার ইস্যুটি। বিষয়টি নিয়ে প্রকাশ্যে এসেছে খালেদা-তারেক দ্বন্দ্ব। বিভিন্ন কারণে তারেকের সঙ্গে কথাও বলছেন না খালেদা। মা-ছেলের এমন দ্বন্দ্বে নতুন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে বিএনপিতে। এমনটিই জানিয়েছে দলটির একাধিক দায়িত্বশীল সূত্র।

সূত্রমতে, বেগম জিয়া রাজনীতিতে এলে বিএনপিতে নাটকীয় ঘটনা ঘটতে পারে। দলে নতুন উদ্দীপনা সৃস্টি হলেও মা-ছেলের কাছের অনুসারীদের মাঝে  নেতৃত্বের দ্বন্দ্বে দলে বিভক্তি সৃস্টি হতে পারে। এমনিতেই কয়েক মাস ধরে ছেলের ওপর নানান বিষয় নিয়ে ক্ষুব্ধ খালেদা জিয়া। কথাবার্তাও বন্ধ করে দিয়েছেন তিনি। 

খালেদা অনুসারী একজন সিনিয়র নেতার মতে, বিএনপিকে কুক্ষিগত করেছেন তারেক রহমান। খালেদা জিয়াকে বন্দি রেখে একক সিদ্ধান্তে দল চালাচ্ছেন এবং তা অব্যাহত রাখতে চাইছেন। কিন্তু বেগম জিয়া সক্রিয় হলে সেটি সম্ভব নয় বিধায় তাকে রাজনীতিতে সক্রিয় হতে দিতে চান না তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির অপর এক নেতা বলেন, শুধু তারেক রহমানই নয়, কদিন ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে আসছিলেন ‘পুরোপুরি মুক্ত হলেই রাজনীতি করতে পারেন খালেদা জিয়া, অন্যথায় নয়’। মির্জা ফখরুলের এমন বক্তব্যেও কষ্ট পেয়েছেন বেগম জিয়া, যদিও এমন বক্তব্য তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন বলে জানিয়েছেন মির্জা ফখরুল। ফলে ছেলের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন বেগম জিয়া এবং কথা বলা বন্ধ করে দেন ছেলের সঙ্গে।

সমালোচকদের মতে, বিএনপিতে এখন নেতৃত্ব শূন্যতা প্রধান সমস্যা হয়ে দেখা দিয়েছে। এই শূন্যতা পূরণে খালেদা জিয়ার বিকল্প নেই। তাই সরকারের দেয়া সুযোগটি খালেদা জিয়ার গ্রহণ করা উচিত। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে নিজের ছেলেই। তাকে ভুল বুঝিয়ে রাজনীতি থেকে বিরত রাখার চেষ্টা করছেন তারেক রহমান। বিষয়টি তার জন্য কষ্টেরই বটে।

Share This Article


তত্ত্বাবধায়ক সরকার পুন:প্রতিষ্ঠার প্রশ্নে 'ভয়েস অব আমেরিকা'কে যা বললেন প্রধানমন্ত্রী

গুমের বিষয়ে জাতিসংঘ নিজে তদন্ত করেনা কেন : ভয়েস অব আমেরিকাকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে গুজবের জবাব দিলেন আল-জাজিরা'র সাংবাদিক!

সহিংস আন্দোলনের প্রস্তুতি বিএনপির: জামায়াতের সাথে গোপন বৈঠক

যেকোনো সময় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতি!

যুক্তরাষ্ট্রেই আছেন জয়, নিজ বাসায় উদযাপন করলেন মায়ের জন্মদিন

পাকিস্তানি ‘হ্যাকার্সদের’ ভাড়া করল বিএনপি, শাসকদলের পেইজ দখলের চেষ্টা!

নিজ দেশেই বিতর্কিত বাইডেন প্রশাসন: বিরোধীদের ভোটের অধিকার কেড়ে নেয়ার অভিযোগ

বিএনপি সরকার হটাতে পারবেনা, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে: কাদের সিদ্দিকী

ভিসা নিষেধাজ্ঞা অকার্যকরে পূর্ণ প্রস্তুতি রয়েছে সরকারের!

স্বাস্থ্য খাতের উন্নয়ন চোখ এড়িয়ে যায় কেন

ভিসানীতি ঐক্যবদ্ধ করছে আওয়ামীলীগ ও প্রশাসনকে!