গণতান্ত্রিক পন্থায় হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:২১, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১ ফাল্গুন ১৪২৯

আগামীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক পন্থায় হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন গণতান্ত্রিক পন্থায় হবে। জনগণ যাদের ভোট দেবে, তারাই সরকার গঠন করবে।’

 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম দলিল ছিল বঙ্গবন্ধুর ছয়দফা। তখনকার নেতারা আমাদের ছয়দফা শিখিয়েছিলেন। ছাত্রজীবনে ছয় দফা মুখস্থ করে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে মানুষকে তার গুরুত্ব বুঝিয়েছি।’

নেতা হতে তৎকালিন জগন্নাথ কলেজের (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) গুরুত্বের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে (জবি) রাজনীতিতে আমার হাতেখড়ি হয়। এখানেই পেয়েছি রাজনৈতিক দীক্ষা।’

মন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বহুবার ষড়যন্ত্র হয়েছে। রাজাকার-আলবদরদের যারা তৈরি করেছিলো তাদের গাড়িতে, বাড়িতে উড়েছে স্বাধীন বাংলাদেশের পতাকা। বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার কথা বিদেশে গিয়েও শুনতে হয়েছে। এ কথা শুনে আমাদের মাথা নিচু হয়ে যেত। তবে আজ জাতি সেই কলঙ্ক থেকে মুক্তি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে এ কলঙ্ক থেকে মুক্তি দিয়েছেন।’

অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সভাপতি কামরুল হাসান রিপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি জবি উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক বলেন, ‘আল‍্যামনাই হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আল‍্যামনাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহায়ক।’

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘তরুণ নেতৃত্ব তৈরিতে এগিয়ে আসতে হবে। সৎ নেতৃত্ব নির্বাচন করতে হবে। দেশের উন্নয়নে তরুণদের আত্মনিয়োগ করতে হবে।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম মোস্তফা, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। 

Share This Article


তলে তলে সবার সঙ্গে আপস হয়েছে যথাসময় নির্বাচন

রাতে ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়বেন প্রধানমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে পোশাক শিল্প জোরালো ভূমিকা রাখবে: শিক্ষামন্ত্রী

দুর্নীতি প্রতিরোধ করতে ব্যবসায়ীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ডিজিটাল সংযুক্তি দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার

এজেন্ডা বাস্তবায়নে নির্বাচনকেই কেন টার্গেট করলো যুক্তরাষ্ট্র

দুই আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

ইউরেনিয়াম হস্তান্তর ঘিরে রূপপুরে উৎসবের আমেজ

বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: ওবায়দুল কাদের

প্রশাসনের চোখ তফসিলে

প্রধানমন্ত্রী মঙ্গলবার লন্ডন ত্যাগ করবেন

ভিসা নীতি নিয়ে সবই অতিরঞ্জিত: স্বরাষ্ট্রমন্ত্রী