বিলাস পণ্যে কর বাড়িয়েছে পাকিস্তান

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:০৭, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮ ফাল্গুন ১৪২৯


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ পেতে বিলাসবহুল পণ্যের আমদানি ও পরিষেবার উপর কর বাড়িয়েছে পাকিস্তান। সোমবার দেশটির পার্লামেন্ট এর অনুমোদন দিয়েছে।

 

সম্প্রতি পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে। দেশটির সরকার ইতিমধ্যে খাদ্য ও ওষুধ বাদে বেশিরভাগ পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে।

সোমবার পার্লামেন্টে একটি সম্পূরক অর্থ বিল অনুমোদন দেওয়া হয়েছে। এতে গাড়ি ও গৃহস্থালী যন্ত্রপাতি থেকে চকলেট এবং প্রসাধনী সামগ্রী আমদানিতে বিক্রয় কর ১৭ থেকে ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। বিজনেস ক্লাস বিমান টিকেট, বিয়ের হল, মোবাইল ফোন এবং সানগ্লাসের জন্য মানুষকে এখন অতিরিক্ত অর্থ গুণতে হবে। সাধারণ বিক্রয় কর ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

বিলটি পাস হওয়ার সাথে সাথে অর্থমন্ত্রী ইসহাক দার জাতীয় পরিষদে বলেছেন, ‘প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনের মধ্যে (আরও) কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানাবেন। আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’

ঋণ পেতে মরিয়া পাকিস্তান সরকার গত সপ্তাহে জানিয়েছিল, তারা আইএমএফের ৬৫০ কোটি ডলার ঋণের জন্য যে কোনও কঠিন শর্ত মানতে প্রস্তুত।

Share This Article