সিটি গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২১, বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৩০ আষাঢ় ১৪২৯

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) দায়ের করা এক মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরিফুল আলমের আদালত এই আদেশ দিয়েছেন।

বিএসটিআইয়ের পিপি অ্যাডভোকেট আশরাফ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিটি গ্রুপের ভোজ্যতেলে সরকারের নির্ধারিত মাত্রার ভিটামিন এ না পাওয়ায় ২০১৯ সালের ২০ অক্টোবর আদালতে মামলা দায়ের করে বিএসটিআই। এই মামলায় আজ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তিনি আরও বলেন, ২০১৯ সালে অভিযান চালিয়ে সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল জব্দ করেছিল বিএসটিআই। সেগুলো পরীক্ষা করা দেখা যায়, সরকার নির্ধারিত মাত্রার চেয়ে তীর ভোজ্যতেলে ভিটামিন এ’র মাত্রা কম।

এছাড়া, তারা বিএসটিআই থেকেও টিএম লাইসেন্স নেয়নি। এসব অভিযোগে আদালতে মামলাটি দায়ের করা হয়।

বিএসটিআইয়ের পিপি অ্যাডভোকেট আশরাফ খন্দকার আরও বলেন, সাধারণত ভোজ্যতেলে ভিটামিন এ-এর প্যারামিটার থাকার কথা ১৫। কিন্তু সিটি গ্রুপের তীর সয়াবিন তেলে প্যারামিটার পাওয়া গিয়েছিল ৩ দশমিক ১৬।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


জামিন পেলেন নোবেল

গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৬ জুন

মানহানির মামলা: খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৮ জুন

নববধূ মনিরা হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন স্বামী

'দান' নিয়ে ড. ইউনূসের তুঘলকি কাণ্ড!

স্বামীকে হত্যা: স্ত্রীসহ পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

নড়াইলে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

যুদ্ধাপরাধ: যশোরের বাঘারপাড়ার ৪ জনের রায় যেকোনো দিন

মা-ছেলেকে হত্যা, স্বামী-স্ত্রীর মৃত্যুদণ্ড

হাইকোর্ট বেঞ্চে ‘বকশিশ দেওয়া-নেওয়া’ দুর্নীতি বলে গণ্য হবে

আরাভ খানকে ফিরিয়ে আনা অসম্ভব না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে জেএমবি কমান্ডারের ২০ বছরের জেল